শিরোনাম
◈ র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে, এমন দাবি মিথ্যা: যুক্তরাষ্ট্র ◈ সিলেটে ফিলিং স্টেশনে আগুন ◈ শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ ◈ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর প্রাণহানি চেষ্টার নিন্দা জানালেন শেখ হাসিনা ◈ শেখ হাসিনাকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন  ◈ আইনি সহায়তা দিতে ‘পরামর্শ কর্মকর্তা’ নিয়োগ দেবে সরকার ◈ মিঠাপানির ঝিনুকে উৎপাদিত মুক্তার গহনা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর  ◈ কোরবানিতে চাহিদার চেয়ে পশু বেশি: প্রাণিসম্পদ মন্ত্রী ◈ বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখার জন্য ভারত সকল কার্যক্রম পরিচালনা করছে: মির্জা ফখরুল ◈ ক্যাসিনোহোতা সেলিম প্রধানের প্রার্থিতা বাতিল, দিতে হবে জরিমানা

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২১, ০৯:২৩ সকাল
আপডেট : ০৭ মার্চ, ২০২১, ০৯:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মামুনুল হকের দেড় কোটি টাকা মূল্যের বিলাসবহুল গাড়ির রহস্য উন্মোচন

আখিরুজ্জামান সোহান: ফেসবুকের একটি গ্রুপে মাওলানা মামুনুল হককে বহনে ব্যবহৃত ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ীর ছবি প্রকাশের পর নিমিষেই ভাইরাল হয় পোস্টটি। দেড় কোটি টাকা মূল্যের গাড়ীটির মালিক মামুনুল হক দেখিয়ে খবর প্রচারের পর সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার স্বীকার হন হেফাজতের এই নেতা । এরপরই এই ঘটনার আসল রহস্য তুলে ধরেন মাওলানা সাইফ রাহমান।

মাওলানা সাইফ রাহমান এ বিষয়ে বলেন – গত ২ ফেব্রুয়ারি মাওলানা মামুনুল হক সাহেব সিলেটের হোটেল ডালাসে তার সাংগঠনিক প্রোগ্রাম শেষ করে তিনি নিজের গাড়িতে না উঠে ঐ ব্যবসায়ীর দামি গাড়িটিতে উঠেন সিলেটের গহরপুরের সুলতানপুরের উদ্দিশ্যে যাওয়ার জন্য। সেখানে শাহ সুলতান রহ. সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বাদ মাগরিব বয়ান ছিলো কার। ছাতকের এই ব্যবসায়ী গাড়িটা নতুন কিনেছেন। মামুনুল হক সাহেবের বরকত পাওয়ার জন্য তিনি তার গাড়িতে মামুন সাহেবকে তুলেন। তারপর এই গাড়িতে করেই তারা সুলতানপুর যান। এরপর সুলতানপুর বয়ান শেষে এই গাড়িতে করেই সিলেটের ছাতক দারুল উলুম মাদরাসার উদ্যোগে ছাতক পৌরসভা সংলগ্ন মাঠে বয়ান করেন তিনি।

মাওলানা সাইফ রাহমান দাবি করে বলেন – কোন যাচাই ছাড়া “মামুনুলের দেড় কোটি টাকার বিলাসবহুল গাড়ি : ফেসবুকে বিতর্কের ঝড় যে কারণে” শিরোনামে ‘ডিবিসি নিউজ ৭১’ যে নিউজ করেছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। যারা এটাকে লুফে নিয়ে ছবি দিয়ে স্ট্যাটাস দিচ্ছেন তাদের ব্যাপারেও তিনি আক্ষেপ প্রকাশ করেছেন।

তিনি আরও বলেন – নিউজে বলা হয়েছে, কোন গাড়ি কোম্পানি থেকে নাকি তারা খবর নিয়েছে। গাড়ি কোম্পানি বিষয়টি নিশ্চিত করেছে। এটি দিবালোকের ন্যায় স্পষ্ট মিথ্যা কথা!

যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের উদ্দেশ্যে করে তিনি বলেন – আপনারা মিথ্যা বানোয়াট তথ্য কেন ছড়াচ্ছেন, আল্লাহ মালুম। একজন মানুষকে বিতর্কিত করতে শেষপর্যন্ত মিথ্যার আশ্রয় নিতে হচ্ছে কেন আপনাদের! সত্য কিছু তুলে ধরুন। জাতিকে জানান। অযথা মিথ্যার আশ্রয় নিয়ে দিনশেষে ক্ষতি তো আপনাদেরই হচ্ছে।

তিনি বলেন – মামুনুল হক এরকম গাড়ি একসাথে পাঁচটা রাখার ক্ষমতা রাখেন। ডানে বামে সামনে পেছনে। তাঁকে হাদিয়া দেয়ার মানুষের অভাব নেই। কিন্তু তিনি যেটা করেননি, সেটা কেন আপনারা ফলাও করে প্রচার করছেন, বুঝে আসেনা। সুতরাং সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত।

লেখাটি পড়তে এখানে ক্লিক করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়