শিরোনাম
◈ ভেনেজুয়েলায় মার্কিন হামলায় অন্তত ৪০ জন নিহত ◈ ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পেলেন ডেলসি রদ্রিগেজ ◈ টানা পাঁচ মাস রপ্তানি আয় হ্রাস: দেড় বছরের মধ্যে সর্বোচ্চ পতন ডিসেম্বরে ◈ অ‌্যাস্টন ভিলা বড় জ‌য়ে ম্যান সিটিকে টপকে গে‌লো ◈ চুক্তির পথে বাংলাদেশ–ব্রাজিল, কৃষি ও ওষুধ রফতানিতে নতুন সম্ভাবনা ◈ পাল্টা হামলা চালালো ভেনেজুয়েলা, ক্ষতিগ্রস্ত মার্কিন যুদ্ধবিমান ◈ ভারতে নয়, শ্রীলঙ্কায় বাংলাদেশের বিশ্বকাপ খেলার প্রস্তাব করেছি: আসিফ নজরুল ◈ ওসিকে হুমকি দেওয়া সেই বৈষম্যবিরোধী নেতাকে ছাড়াতে থানা ঘেরাও (ভিডিও) ◈ শাহরুখ খা‌নের কেকেআর থেকে মুস্তাফিজ বাদ পড়তেই উচ্ছ্বসিত ভার‌তের ক্ষমতাসীন দল বিজেপি  ◈ সামরিক অভিযানে আটক মাদুরোর ছবি প্রকাশ করলেন ট্রাম্প

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২১, ০১:১৪ রাত
আপডেট : ০৬ মার্চ, ২০২১, ০১:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিজিএমইএ নির্বাচনে প্রার্থিতা চূড়ান্ত, প্রতি পদের জন্য লড়বেন দুজন

শরীফ শাওন: [২] তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র ৪ এপ্রিল নির্বাচনে অংশ নিচ্ছেন সম্মিলিত পরিষদ ও ফোরামের ৬৯ প্রার্থী। ঢাকা ২৬টি এবং চট্টগ্রামে ৯টি মিলিয়ে মোট পরিচালক পদসংখ্যা ৩৫টি। নির্বাচিত পরিচালকদের মধ্য থেকে একজন সংগঠনের সভাপতি ও সাতজন সহ-সভাপতি হবেন।

[৩] ফোরামের পক্ষে ঢাকার প্রার্থীরা হলেন, রুবানা হক, এ বি এম সামসুদ্দিন, আনোয়ার হোসেন চৌধুরী, শিহাবুদৌজা চৌধুরী, এনামুল হক খান, ভিদিয়া অমৃত খান, কামাল উদ্দিন, মাশিদ রুম্মান আবদুল্লাহ, এম এ রহিম, শাহ রিয়াদ চৌধুরী, মিজানুর রহমান, খান মনিরুল আলম, এ এম মাহমুদুর রহমান, নাফিস উদ দৌলা, আসিফ ইব্রাহিম, মজুমদার আরিফুর রহমান, তাহসিন উদ্দিন খান, নাভিদুল হক, রশীদ আহমেদ হোসাইনী, ইকবাল হামিদ কোরাইশী, মাহমুদ হাসান খান, রেজওয়ান সেলিম, ফয়সাল সামাদ, রানা লায়লা হাফিজ, মেজবাহ উদ্দিন আলী ও নজরুল ইসলাম।

[৪] চট্টগ্রামের প্রার্থীদের মধ্যে রয়েছে, এ এম শফিউল করিম, এম আহসানুল হক, মোহাম্মদ হাসান, রকিবুল আলম চৌধুরী, তানভীর হাবিব, মোহাম্মদ মেরাজ-ই-মোস্তফা, অঞ্জন শেখর দাশ, আবসার হোসেন ও সৈয়দ নজরুল ইসলাম।

[৫] সম্মিলিত পরিষদের ঢাকার প্রার্থীরা হলেন, ফারুক হাসান, শহিদুল হক, আবদুল্লাহ হিল রাকিব, শহীদউল্লাহ আজিম, নীরা হোসনে আরা, মহিউদ্দিন রুবেল, জাহাঙ্গীর আলম, খন্দকার রফিকুল ইসলাম, শিরিন সালাম, তানভীর আহমেদ, ইন্তেখাবুল হামিদ, কফিল উদ্দিন আহমেদ, ইমরানূর রহমান, আশিকুর রহমান, মিরান আলী, খসরু চৌধুরী, মশিউল আজম, নাছির উদ্দিন, এস এম মান্নান, শোভন ইসলাম, মোহাম্মদ কামাল উদ্দিন, হারুন অর রশীদ, আরশাদ জামাল, আসিফ আশরাফ, সাজ্জাদুর রহমান মৃধা ও রাজীভ চৌধুরী।

[৬] চট্টগ্রামের প্রার্থীরা হলেন, মোহাম্মদ আবদুস সালাম, এম মহিউদ্দিন চৌধুরী, এনামুল আজিজ চৌধুরী, শরীফ উল্লাহ, মির্জা আকবর আলী চৌধুরী, মোহাম্মদ দিদারুল আলম, রিয়াজ ওয়েজ ও খন্দকার বেলায়েত হোসেন।

[৭] সম্মিলিত পরিষদের সঙ্গে জোটবদ্ধ নির্বাচনে অংশ নিচ্ছে স্বাধীনতা পরিষদ, যার একমাত্র প্রার্থী জাহাঙ্গীর আলম।

[৮] সম্মিলিত পরিষদ এবং ফোরামের ৯৯ জন প্রার্থী ১০৩টি মনোনয়নপত্র জমা দিলেও মনোয়নপত্র চূড়ান্তের শেষ দিন বৃহস্পতিবার ৩৩ জন মনোয়নপত্র প্রত্যাহার করেন। আগামী ৪ এপ্রিল রাজধানীর রেডিসন হোটেলে এবং চট্টগ্রামে সংগঠনটির আঞ্চলিক কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়