মিলটন খন্দকার:[২] সিটি কর্পোরেশনের দিঘীরচালা এলাকা থেকে এক অজ্ঞাত (২৫) এক যুবকের হাত-পা বাধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে দিঘীরচালার একটি সবজি ক্ষেতের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
[৩] গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ওসি তদন্ত মিজানুর রহমান জানান, নগরীর দিঘীরচালা এলাকার স্থানীয় আহসান উল্লাহ ও সোহরাব হোসেনের বাড়ির মাঝখানে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
[৪] পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহদী তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
[৫] তিনি আরো জানান, মরদেহের মাথা, গলা, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে ছুরির আঘাতের চিহ্ন এবং পরনে জিন্সের প্যান্ট ও হলুদ রঙের গেঞ্জী রয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। সম্পাদনা:অনন্যা আফরিন