মিনহাজুল আবেদীন: [২] বুধবার আব্বাসী মিডিয়া সেন্টারের ইউটিউব চ্যানেলে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, আল্লাহ অতীত, বর্তমান সবই জানেন। কে চুরি করবে সেটিও জানেন। এ ধরনের প্রশ্ন বা মন্তব্য করে সংশয় তৈরি করার, দরকার নেই। বরং আল্লাহকে মানেন এবং নবী রাসুলের দেখানো পথকে অনুসরণ করুন।
[৩] তিনি বলেন, কোনও হাক্কানি আলেমকে গোলাপ আর গাঁদা ফুলের সঙ্গে তুলনা করেন না। তারা কোরআন সুন্নাহর পথে চলেন। আল্লাহতায়ালা যুগে যুগে নবী রাসুলদের (সা:) পাঠিয়ে পরীক্ষা করেছেন। আর তাদেরকে পৃথিবীর বুকে নজির হিসেবে রেখেছেন, যাতে তাদের আদর্শকে কাজে লাগিয়ে মানুষ সঠিক পথ অনুসরণ করে চলে।
[৪] তিনি আরও বলেন, বিকাশে টাকা আদান-প্রদান, সুদের আওতায় পড়ে না। এটি সার্ভিস চার্জ হিসেবে গণ্য হয়। তবে বিদেশ থেকে টাকা আসলে যে, ২ শতাংশ রেমিটেন্স পাওয়া যায় তা সম্পূর্ণ হারাম। কারণ এটি ব্যাংকে আসার পর তা ব্যবসার কাজে ব্যবহার করে, চক্রবৃদ্ধি সুদের টাকাটা প্রদান করা হয়। তবে সরকার প্রবাসীদের যে, প্রণোদনা দেয় তা সম্পূর্ণ হালাল। সম্পাদনা: রাশিদ