মহসীন কবির: [২] প্রায় ছয় বছর ধরে জামায়াতের সাথে দূরত্ব রেখে বিএনপি বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক কর্মসূচি নিয়েছে এবং তা পালন করছে।অন্যদিকে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে আছে জামায়াত । বিএনপি নেতাদের অনেকে জানিয়েছেন, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপনের নানা কর্মসূচি নিয়ে বিএনপি যখন মাঠে নেমেছে, তখন দলটিতে জামায়াতের সাথে সম্পর্ক ছিন্ন করার আলোচনা জোরালো হয়েছে। বিবিসি বাংলা
[৩] বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতের সাথে সম্পর্কের ব্যাপারে তাদের দলে আলোচনা চলছে। যদিও তারা এখনও কোন সিদ্ধান্ত নিতে পারেননি। জামায়াতে ইসলামীর সাথে জোটগত সম্পর্ক রাখা না রাখার প্রশ্নকে প্রথমবারের মতো আলোচ্যসূচি হিসাবে নিয়ে আলোচনা চালানো হচ্ছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে।
[৪] নাম প্রকাশ না করার শর্তে বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য বলেছেন, তাদের নীতি নির্ধারণী ফোরামে বিষয়টি আলোচনায় আসে গত বছরের শেষ দিকে। মাঝে সেই আলোচনায় কিছুদিন বিরতি ছিল এবং এখন আবার বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে।
[৫] বিএনপি নেতৃত্বের মধ্যে যারা জামায়াতের সাথে সম্পর্ক বহাল রাখতে চাইছেন, তারা ভোটের হিসাব নিকাশকেই এখনও গুরুত্ব দিচ্ছেন। তাদের একজন বলেছেন, বিএনপি কেন জামায়াতের সঙ্গ ছাড়ছে না- এসব প্রশ্ন তুলে আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকেই নানা প্রপাগাণ্ডা বা প্রচারণা চালানো হয় বলে তারা মনে করেন। সেজন্য তারা মনে করেন জামায়াতের সাথে সম্পর্ক ছিন্ন করলে সরকারের ফাঁদেই পা দেয়া হবে।
[৬] বিএনপি নেতারা এটাও বলেছেন, আলোচনার পক্ষে বা বিপক্ষে যুক্তি যাই আসুক, তারা যে কোন সিদ্ধান্ত নেয়ার আগে এতদিনের মিত্র জামায়াতের এখনকার নেতৃত্বের সাথেও আলোচনা করতে চান। তারা মনে করেন, এবার যেহেতু নীতি নির্ধারকরা আনুষ্ঠানিকভাবে আলোচনা করছেন, ফলে তাদের একটা পরিস্কার অবস্থান তুলে ধরতে হবে।