শিরোনাম
◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ ◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২১, ০৬:৩৭ সকাল
আপডেট : ০৩ মার্চ, ২০২১, ০৬:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সংগীত শিল্পী জানে আলম মারা গেছেন

আখিরুজ্জামান সোহান: [২] ৮০’র দশক থেকে সাড়া জাগানো সংগীত শিল্পী জানে আলম মারা গেছেন।

[৩] মঙ্গলবার রাত ১০ টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

[৪] জানে আলমের পুত্রবধু রুমি জানান, মাস খানেক আগে বাবার করোনা পজিটিভ আসে। কিছুদিন সার্ভাইভ করার পর তিনি সুস্থও হয়ে উঠেন। করোনার ফলাফল নেগেটিভ এসেছিলো। এরপর নিউমোনিয়ায় আক্রান্ত হন। এটাই মূলত উনার প্রধান সমস্যা ছিলো। আজ সন্ধ্যায় অবস্থা বেশী খারাপ হওয়ায় লাইফ সাপোর্টে নেয়া হয়, এর কয়েক ঘন্টার মধ্যেই তিনি মারা গেলেন।

[৫] এদিকে সংগীত প্রযোজকদের সংগঠন এমআইবি’র মহাসচিব এসকে সাহেদ আলী পাপ্পু জানান, বুধবার (৩ মার্চ) মগবাজারে সকাল ১০টায় জানে আলমের বাসভবন এলাকায় জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হবে জন্মস্থান মানিকগঞ্জের হরিরামপুরে। সেখানে পারিবারিক কবরস্থানে চিরশায়িত হবেন এই নন্দিত শিল্পী।

[৬] পাপ্পু বলেন, ‘করোনা শুরু হওয়ার কিছুদিন আগে ভাবী (জানে আলমের স্ত্রী) মারা গেলেন। এখন ভাই নিজেই করোনার আঘাতে চলে গেলেন। তাদের দুটো ছেলে অল্প সময়ের মধ্যে এতিম হয়ে গেল। সাংগঠনিকভাবে আলম ভাই ও তার পরিবারের পাশে আমরা সবসময় ছিলাম, এখনও আছি। আলম ভাইয়ের আত্মার শান্তি কামনা করছি।’

[৭] পপ শিল্পী হিসেবে খ্যাতি ছিলো জানে আলমের। তবে তার বেশিরভাগ গান আধ্যাত্মিক-পল্লী ঘরানার। ‘ইস্কুল খুইলাছেরে মওলা’ তার অন্যতম জনপ্রিয় গান। কয়েক হাজার গান গেয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়