শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ০২ মার্চ, ২০২১, ০১:৩১ রাত
আপডেট : ০২ মার্চ, ২০২১, ০১:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রংপুর জামান মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

ডেস্ক রিপোর্ট: রংপুর নগরীর নিউ জামাল মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে রংপুরের জামান মার্কেটের বড় একটি অংশ। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। যমুনা টিভি, জাগানিউজ২৪

মঙ্গলবার (২ মার্চ) সকালের এ অগ্নিকাণ্ডে ১৫টি দোকানের মালামাল পুড়ে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দোকানদারা জানিয়েছেন। পরে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস কর্মীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই তা ছড়ায় আশপাশের দোকানে। আগুনে ১৬টি দোকান পুড়ে গেছে পুরোপুরি। ক্ষতি হয়েছে আরও প্রায় ১০টি দোকানের। তবে কীভাবে আগুনের সূত্রপাত, তা নিশ্চিত হওয়া যায়নি এখনও। যমুনা টিভি

মার্কেট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন জানান, ওই মার্কেটে প্রায় সকলেই কাপড় ব্যবসায়ী। মঙ্গলবার সকাল ৬টার দিকে মার্কেটে আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। অগ্নিকাণ্ডে মার্কেটের দুই লাইনের ১৫টি দোকান পুড়ে যায়। এতে প্রায় কোটি টাকার ঊর্ধ্বে ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জাগোনিউজ২৪

রংপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক ওহিদুল ইসলাম জানান, খবর পেয়ে প্রথমে দশটি ইউনিট এবং পরে আরো দুইটি ইউনিটসহ মোট ১২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও নিশ্চিত নন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়