আফরোজা সরকার: [২] সোমবার(০১মার্চ) সকাল থেকে দিনব্যাপী রেলস্টেশন এলাকার আশেপাশে কয়েকশ’ বাড়িঘরসহ অবৈধ দখলে থাকা রেলওয়ের কয়েকটি পরিত্যক্ত কোয়ার্টার এক্সকেভটর দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়।
[৩] অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যাণ্ড রেহেনুমা তারান্নুম এবং রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লালমনিরহাট স্টেট অফিসার পূর্ণেন্দু দেব। এসময় আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করেন বদরগঞ্জ থানা পুলিশসহ রেলওয়ে পুলিশ।
[৪] লালমনিরহাট রেলওয়ের স্টেট অফিসার পূর্ণেন্দু দেব বলেন, এটি দ্বিতীয় অভিযান। এর আগে রেলস্টেশন এলাকার পূর্ব সিগন্যালের আশেপাশে অভিযান চালানো হয়েছিল। বর্তমানে প্লাটফর্ম এলাকার আশেপাশে অভিযান চলছে। দ্বিতীয় দফায় দু’দিন ধরে অভিযান চলার কথা থাকলেও সম্ভবত একদিনেই অভিযান শেষ করতে হবে।
[৫] তিনি বলেন, রেলওয়ের বিপুল পরিমাণ সম্পত্তি দীর্ঘদিন ধরে বেদখল হয়ে আছে। পর্যায়ক্রমে ওইসব সম্পত্তি উদ্ধার করে আপাতত বাৎসরিক নবায়ণযোগ্য বাণিজ্যিক লিজ প্রদান করা হবে। এতে সরকারের কোষাগারে বিপুল পরিমাণ অর্থ জমা হবে- যা’ রেলওয়েকে সমৃদ্ধ করতে সহায়ক ভূমিকা রাখবে। আর সে লক্ষ্যেই রেলবিভাগ কাজ করে যাচ্ছে।