শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০১ মার্চ, ২০২১, ০১:৪৫ রাত
আপডেট : ০১ মার্চ, ২০২১, ০১:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বদলির হুমকি দিয়ে লাভ নেই, এখানে সরকারের আদেশে জনকল্যাণে কাজ করতে এসেছি : ইউএনও

আরিফুল ইসলাম : [২] ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাহী অফিসার আরিফুল হক মৃদুল বলেছেন, 'সরকারের আদেশ বাস্তবায়ন করতে আমরা এখানে জনগণের কল্যাণে কাজ করি। বদলির হুমকি দিয়ে কি হবে; এখানে অনৈতিক কোন কিছুর লোভে কাজ করি না। অনেকেই মনে করেন বদলিকে আমরা ভয় করি; আসলে তা নয়, আমরা মানসম্মানের চিন্তা করি। দেশের শেষ সীমানায় চাকরি করে এসেছি; আর বদলি কোথায় করবে? সরকারের আদেশে দেশের যেকোন জায়গায় চাকরি করতে অভ্যস্ত।'

[৩] রোববার (২৮ ফেব্রুয়ারি) উপজেলা আইনশৃংখলা সভায় সভাপতির বক্তব্যে এ কথাগুলো বলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল হক মৃদুল। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সভায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নোমান মিয়া, সরাইল থানার দ্বিতীয় কর্মকর্তা উপ-পরিদর্শক মো. জাকির হোসেন খন্দকার প্রমূখ।

[৪] সভায় সভাপতি হিসেবে বক্তব্য দেয়ার সময়ে ইউএনও আরিফুল হক মৃদুল একটি মহলকে ইঙ্গিত করে আরও বলেন, আপনারা এখানে অনেক কিছু নিয়ে মানববন্ধন করেন। এখানে সরকারি জায়গা অবৈধভাবে দখল করে রেখেছে; এমন দখলদারের বিরুদ্ধে মানববন্ধন করে দেখান, কে সরকারি জায়গা দখল করেছে।

[৫] ইউএনও বলেন, এখানে সরকারি জায়গা অবৈধ দখল থেকে উদ্ধার করতে প্রশাসন যখন অভিযান চালায়; তখন অনেকেই পাশে থাকেনা। যেকারণে বিভিন্ন ক্ষেত্রে নানা সমস্যা সৃষ্টি হয়। আমি সকলকে আহবান জানাবো সরকারি জমি উদ্ধার সহ জনস্বার্থে ভালো কাজে প্রশাসনের পাশে থেকে সহযোগিতা করতে।

[৬] ইউএনও আরিফুল হক মৃদুল বলেন, সরাইল উপজেলাকে মাদক, দাঙ্গা ও দখলমুক্ত করতে আসুন আমরা সকলে একসাথে কাজ করি; তাহলে সুন্দর সরাইল গড়া সম্ভব হবে।

[৭] এদিকে উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমান ইউএনও এখানে যোগদান করার পর থেকে একটি স্বার্থান্বেষী মহল অতীতের ন্যায় নানা অনৈতিক তদবির নিয়ে সংশ্লিষ্ট দফতরে এসে চাপ সৃষ্টি করছে। কিন্তু বর্তমান ইউএনও সবকিছুর ঊর্ধ্বে থেকে জনস্বার্থে সরকারি নিয়মনীতি ও বিধিমালা অনুসরণ করে এখানে উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। এতে হাতেগোনা কয়েকজনের স্বার্থ হাসিলে ব্যাঘাত ঘটছে। ফলে তারা ইউএনওকে নানাভাবে হাত করার চেষ্টায় ব্যর্থ হয়ে এখন বদলির হুমকি দিয়ে যাচ্ছেন। এ উপজেলায় অতীতে ইউএনওকে অফিসে অবরুদ্ধ করার নজিরও রয়েছে; এমন কথা জানিয়েও কেউ কেউ হুমকি দেয়ার অপচেষ্টায় লিপ্ত আছে। কিন্তু ইউএনও এসব পাত্তা না দিয়ে নিয়মনীতির মধ্যে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়