শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা 

প্রকাশিত : ০১ মার্চ, ২০২১, ১১:২১ দুপুর
আপডেট : ০১ মার্চ, ২০২১, ১১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শঙ্কর মৈত্র:  সব প্রতিবাদ সাংবাদিকদেরই করতে হবে কেনো? তা হলে ঘোষণা দিন, সাংবাদিক ছাড়া আর কারও মেরুদণ্ড নেই!

শঙ্কর মৈত্র: সব প্রতিবাদ সাংবাদিকদেরই করতে হবে কেন? তাহলে ঘোষণা দিন, সাংবাদিক ছাড়া আর কারও মেরুদণ্ড নেই। ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হয়ে কারাগারে মৃত্যুবরণকারী মোশতাক আহমেদ সাংবাদিক ছিলেন না। তিনি দেশি-বিদেশি এনজিওতে বড় পদে চাকরি করেছেন। ফেসবুকে তার প্রতিবাদী লেখা সরকারের মনপুত হয়নি, এ জন্য তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করে। ধরে নিলাম সরকারের নির্বাহী বিভাগ দমন পীড়ন চালিয়েছে। কিন্তু বিচার বিভাগ কি করেছে? তার এমন কী অপরাধ ছিল যে ৬ বার জামিন আবেদন করেও জামিন মেলেনি? যেখানে হত্যাচেষ্টা মামলার আসামি সকালে গ্রেপ্তার হয়ে বিকেলে জামিন পেয়ে যায়। কর ফাঁকির মামলায় বড় শিল্পপতির কারাদণ্ড হয় উচ্চ আদালতে এ রায় বহাল থাকলেও একদিনও কারাভোগ না করে মামলা ভেনিস করে ফেলা যায়। তাহলে কী এমন ধারণা হচ্ছে বিচার বিকিকিনি হয় কিংবা পিক অ্যান্ড চুজে হয়? বিচারকের জবাবদিহিতা থাকবে না? একই অপরাধে দুই ধরনের বিচার হবে কেনো? মুশতাক কিংবা কার্টুনিস্ট কিশোর গ্রেপ্তারের প্রতিবাদে সিভিল সোসাইটির লোকজন, অবসরপ্রাপ্ত সচিব আমলা যারা অবসরে গিয়ে পত্রিকায় মানবাধিকার, ন্যায় বিচারের কলাম লিখে ফাটিয়ে ফেলেন, টকশোতে নীতিকথা বলে টিভি ভেঙে ফেলেন তারা কোনো প্রতিবাদ করেননি কেনো? তারাওতো মাঠে নামতে পারতেন।

ডিজিটাল নিরাপত্তা আইন শুধু সাংবাদিকদের মণ্ডুপাত করবে না। সবাই শিকার হবেন। কিন্তু দেখেশুনে মনে হয় যেন সাংবাদিকদের জন্যই এটা করা হয়েছে। আসলে কিন্তু তা নয়। একটা কথা এখনও বুঝানোই যাচ্ছে না যে, গণমাধ্যমের স্বাধীনতা শুধু সাংবাদিকদের জন্য না। এটা রাষ্ট্রের প্রতিটা নাগরিকের জন্য। কিন্তু অবস্থাদৃষ্টে মনে হয়, সাংবাদিক ছাড়া আর কারও গণমাধ্যমের স্বাধীনতা দরকার নেই। সব ঠেকা সাংবাদিকদের। আরেকটা কথা, এখানে স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতাও হয়। যা খুশি তা লিখে ফেলা, বলে ফেলা স্বাধীনতা নয়। পত্র পত্রিকাতো আছেই, এখন সবচেয়ে ভয়ানক হয়ে দাঁড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ। সত্য মিথ্যা সব গুজবের উৎস এখন এগুলো। আইন ও শাস্তির ভয় না থাকলে ভার্চুয়াল এ জগতটা অনিয়ন্ত্রিত হয়ে যাবে। কাজেই সাধু সাবধান। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়