মাহামুদুল পরশ: [২] রোবরার সকাল ১০টা ২৮ মিনিটে শ্রী-হরিকোটা থেকে উৎক্ষেপন করা হয় পিএসএলভি সি-৫১ নামের রকেটটি। প্রথমবারের মত ব্রাজিলের স্যাটেলাইট নিয়ে মহাকাশে উড়ে গেলো ভারতীয় মহাকাশ গবেষণার রকেট। এনডিটিভি, বিবিসি, দ্যা ওয়াল
[৩] সি-৫১ রকেটটির প্যানেলে খোদাই করে আকা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মেদির ছবি। একই সাথে রকেটে একটি এসডি কার্ডে করে প্রথমবারের মত ই-গিতা পাঠানো হলো মহাকাশে।
[৪] ভারতের মহাকাশ গবেষণা সংস্থার উৎক্ষেপিত প্রথম বেসরকারি উদ্যোগ এটি।
[৫] আমেরিকার সিয়াটলের স্পেস ফ্লাইট এবং নিউ স্পেস ইন্ডিয়ার যৌথ উদ্যোগে এই উৎক্ষেপনটি করা হয়েছে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল