ফজলুল হক: [২] গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দারা উত্তর দিঘিরপাড় এলাকার ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে বখাটে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
[৩] পরে রোববার দুপুরে গ্রেপ্তারকৃত যুবককে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
[৪] গ্রেপ্তারকৃত হলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার হাবিবপুর এলাকার শ্রী রবি চন্দ্রের ছেলে হৃদয় বাবু (২৪)।
[৫] ওই ছাত্রীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার উত্তর পাড়া এলাকার মমিরুল ইসলাম তার মা, স্ত্রী-সন্তান নিয়ে দীর্ঘদিন আগে জীবিকার খোঁজে গাজীপুরের কালিয়াকৈরে আসেন।
[৬] থানা পুলিশ গত শনিবার রাতে বখাটে যুবক শ্রী হৃদয় বাবুকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা রোববার থানায় একটি মামলা দায়ের করলে দুপুরে গ্রেপ্তারকৃত আসামীকে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়েছে।
[৭] কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধষর্ণকারী শ্রী হৃদয়কে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে গ্রেপ্তারকৃতকে গাজীপুর জেলহাজতে প্রেরণ করা হয়।