শিরোনাম
◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী কার্যালয়ে  প্রধানমন্ত্রীকে উষ্ণ আন্তরিক অভ্যর্থনা ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন  ◈ পাটগ্রাম সীমান্তে বিএসএফে'র গুলিতে বাংলাদেশি নিহত ◈  কমবে তাপমাত্রা, মে মাসেই কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সম্ভাবনা ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৫৬ সকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জবি আবৃত্তি সংসদের উদ্যোগে ‘চেতনায় একুশ’

জবি প্রতিনিধি: [২] জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের উদ্যোগে ভাষা শহিদদের স্মরণে 'চেতনায় একুশ' শীর্ষক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। শনিবার রাতে অনলাইন মাধ্যমে এটি অনুষ্ঠিত হয়।

[৩] সংগঠনটির অনুষ্ঠান বিষয়ক সম্পাদক আনন্যামা নাসুহা নুহিনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি সায়মুন পাভেল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড.কামালউদ্দীন আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির ব্যবস্থাপনা উপদেষ্টা কামরুল ইসলাম জুয়েল, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা ও প্রশিক্ষণ উপদেষ্টা কে এম সুজাউদ্দিন।

[৪] অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের শিল্পীরা আবৃত্তি পরিবেশন করেন।

[৫] প্রসঙ্গত, এবছর কোভিড-১৯ পরিস্থিতির কারণে অনলাইন মাধ্যমে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

[৬] এ বিষয়ে জবিআসের সাধারণ সম্পাদক নোমান হাসান বলেন, আমরা মূলত 'চেতনায় একুশ' শীর্ষক অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ে নিয়মিত স্বশরীরে করতাম। কিন্তু করোনা পরিস্থিতির কারনে ক্যাম্পাস বন্ধ থাকার ফলে অনলাইনে করেছি। আমরা প্রত্যাশা করছি, বিশ্ববিদ্যালয় খুলে দিলে আমরা আমাদের অনুষ্ঠানগুলো নিয়মিতভাবে স্বশরীরে ক্যাম্পাসে করতে পারবো'। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়