শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:২৪ সকাল
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইরানে হামলার জন্যে রাফায়েল জঙ্গি বিমান প্রস্তুত করছে ইসরায়েল

রাশিদুল ইসলাম : [২] ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজ বলেছেন তার দেশের সেনাবাহিনী ইরানে হামলার জন্যে পূর্ণ প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন ইরান পারমানবিক বোমা তৈরির চেষ্টা করছে এবং এ প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়ার জন্যেই ইসরায়েল দেশটিতে হামলার প্রস্তুতি নিচ্ছে। টাইমস অব ইসরায়েল/স্পুটনিক

[৩] ইসরায়েল হচ্ছে মধ্যপ্রাচ্যের একমাত্র পারমানবিক বোমা তৈরিকারক দেশ। তবে ইরান পারমানবিক বোমা তৈরি আইনগতভাবে নিষিদ্ধ করে রাখলেও তেলআবিব তেহরানের বিরুদ্ধে অব্যাহতভাবে এধরনের বোমা তৈরির অভিযোগের পর দেশটিতে হামলার হুমকি দিচ্ছে।

[৪] সম্প্রতি ইসরায়েলের দিমোনা পারমানবিক গবেষণা কেন্দ্রের সম্প্রসারণ আরো জোরদার করা হয়েছে।

[৫] ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী গান্তজ তার দেশের বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন বাইডেন প্রশাসন যাতে ইরানের সঙ্গে পারমানবিক সমঝোতা চুক্তিতে ফেরত না যায় সেজন্যে কূটনৈতিক চাপ অব্যাহত রাখার পাশাপাশি দেশটিতে সামরিক হামলার প্রস্তুতি তারা নিয়ে রাখছেন। এজন্য রাফায়েল জঙ্গিবিমানগুলোতে গাইডেড মিসাইল যুক্ত করা হচ্ছে।

[৬] ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেন সিরিয়া, ইরাক ও ইয়েমেনে ইরানের প্রভাব বন্ধ করতে হবে।

[৭] তবে ইরান বলছে ২০১৫ সালে কৃত পারমানবিক সমঝোতা চুক্তিতে কোনো পরিবর্তন তারা মেনে নেবে না।

[৮] বেনি গান্তজ বলেন ইরান বিশ^ ও এ অঞ্চলের জন্যে বিশেষ করে ইসরায়েলের জন্যে হুমকি। এ হুমকি মোকাবেলার জন্যে ইসরায়েল মধ্যপ্রাচ্যে নতুন মিত্রদেশগুলো ছাড়াও যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে কাজ করে যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়