চুয়াডাঙ্গা প্রতিনিধি: [২] বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে চুয়াডাঙ্গা বিজিবির একটি বিশেষ টহল দল ফুলবাড়ি এলাকার বুচিতলা থেকে পরিত্যক্ত অবস্থায় সোনার বার উদ্ধার করে।
[৩] চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লেফটেন্ট কর্নেল খালেকুজ্জামান বলেন, ফুলবাড়ি সীমান্ত দিয়ে ভারতে সোনা পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির একটি বিশেষ টহল দল বুচিতলায় অবস্থান নেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সেখানে তল্লাশি করে একটি বাজারের ব্যাগ থেকে ছোট-বড় ১১টি সোনার বার উদ্ধার করা হয়।
[৪] উদ্ধারকৃত সোনার ওজন ২ কেজি ৪শ’ গ্রাম। বাজার মূল্য ১ কোটি ৫৩ লাখ টাকার বেশি। বিজিবির সোনা আটকের বিষয়টি ১৮ ঘণ্টার পর প্রেস রিলিজের মাধ্যমে জানানো হয় সংবাদ কর্মীদের।
[৫] এ ঘটনায় চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক বাদী হয়ে দর্শনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।