স্পোর্টস ডেস্ক :[২]ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করে তিন বছরের জন্য নিষিদ্ধ হন পাকিস্তানি ব্যাটসম্যান উমর আকমল। তবে সেই সাজার বিরুদ্ধে আপিল করেছিলেন তিনি। অবশেষে সুখবর মিলল। নিষেধাজ্ঞার মেয়াদ কমিয়ে ‘মুক্তি’ পেলেন উমর আকমল।
[৩]দ্য কোর্ট অব অ্যারবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস) এ আবেদন করে নিষেধাজ্ঞার সাজা ১২ মাসে নামিয়ে এনেছেন আকমল।
[৪]২০২০ সালের ২০ ফেব্রুয়ারি নিষিদ্ধ হওয়া আকমলের শাস্তির মেয়াদ এরই মধ্যে শেষ হয়ে গেছে। অবশ্য পাকিস্তানি সোয়া ৪০ লাখ রুপি জরিমানা দিতে হবে আকমলকে।
[৫]এক বিবৃতি দিয়ে পিসিবি বলেছে, “উমর আকমল ও পিসিবি ক্রীড়া আদালতে যে অভিযোগ দায়ের করেছিল তার শুনানি হয়েছে। সেখানে আকমলের সাজা কমিয়ে ১২ মাস করা হয়েছে। এছাড়া পিসিবির বিধি ভাঙায় তাকে জরিমানা করা হয়েছে।”
[৬]দেশটির ক্রিকেট বোর্ড আরও জানিয়েছে, উমর আকমলের এখন জরিমানা দিয়ে ক্রিকেটে ফিরতে বাধা নেই। তবে তাকে পিসিবির দুর্নীতি দমক ইউনিটের পুর্নবাসন কার্যক্রমে অংশ নিতে হবে। এছাড়া তদন্তের জন্য উমর আকমলের দুটি ফোন নিয়ে নেয় পিসিবি। আকমল ফোন দুটি ফেরত পাওয়ার অনুরোধ করেন। কিন্তু ক্রীড়া আদালত তা নাকচ করে দিয়েছে। - ক্রিকইনফো