আসিফুজ্জামান পৃথিল: [২] হিউম্যান রাইট ওয়াচ(এইচআরডাব্লিউ) এর এশিয়া পরিচালক ব্রাড অ্যাডামস এক বিবৃতিতে এ কথা বলেন। তিনি বিবৃতিতে বলেন, ‘বিচারবহির্ভুতভাবে ৮ মাস আটকে থেকে মুশতাক আহমেদ মারা গেছেন। এসময় তার জামিন আবেদন ৬বার বাতিল হয়েছে। তিনি কোভিড-১৯ সামাল দেওয়ার ব্যাপারে ফেসবুকে সরকারের সমালোচনা করেছিলেন।’ এইচআরডাব্লিউ
[৩] বিবৃতিতে বলা হয়, কর্তৃপক্ষের উচিৎ এই মৃত্যুর ব্যাপারে একটি স্বাধীন ও স্বচ্ছ তদন্ত পরিচালনা করা। আরও বলা হয়েছে, কেনো ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে স্যাটায়ার লিখলে এমন সাজা দেওয়া হবে, যা মৃত্যুদণ্ডের সমতুল্য। ডিজিটাল নিরাপত্তা আইনে আটক অন্যদেরও দ্রুত মুক্তি দাবি করেন অ্যাডামস।