শিরোনাম
◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ০২:৩৩ রাত
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ০২:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৌদি বাদশার সঙ্গে বাইডেনের ফোনালাপ, ইয়েমেনে যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] বৃহস্পতিবার সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদকে ফোন করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। আল-জাজিরা, গালফ নিউজ

[৩] বাইডেন নির্বাচিত হওয়ার পর এটাই তাদের মাঝে প্রথম আলোচনা। সাংবাদিক জামাল খাসোগজি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা প্রতিবেদন প্রকাশের আগে দুই নেতার মধ্যে এই ফোনালাপ হলো। খাসোগজি হত্যার প্রতিবেদনটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালকের দপ্তর। প্রতিবেদনটি দুই-একদিনের মধ্যেই প্রকাশ করা হতে পারে। সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দায়ী করে এ প্রতিবেদন প্রকাশ হতে পারে।

[৪] হোয়াইট হাউজ জানায়, ইয়েমেনের হুমকি থেকে সৌদি আরবকে সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন। এছাড়াও ইরানের পক্ষ সৌদি আরবকে সকল ধরণের নিরাপত্তা দিবে যুক্তরাষ্ট্র প্রশাসন।

[৫] হোয়াইট হাউজ জানায়, সৌদি আরবের মধ্যকার দীর্ঘদিনের অংশীদারিত্ব এবং ইরানপন্থী গ্রুপগুলো সৌদি আরবের জন্য কতটা হুমকির এসব বিষয়ে আলোচনা হয়। সাম্প্রতিক সময়ে সৌদি নারী কর্মী লুজাইন আল-হাথললকে কারাগার থেকে মুক্তি দেওয়ায় সৌদি সরকারের প্রশংসা করেন বাইডেন। যুক্তরাষ্ট্র সর্বজনীন মানবাধিকার এবং আইনের শাসনের ওপর গুরুত্ব আরোপ করে। প্রেসিডেন্ট বাইডেন এবং বাদশাহ সালমান যুক্তরাষ্ট্র ও সৌদি আরব সম্পর্ককে আরও স্বচ্ছ করতে কাজ করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়