শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৪১ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইউরোপে ইতিহাসের সবচেয়ে বড় কোকেন চালান জব্দ, মূল্য কয়েক বিলিয়ন ডলার

মাহামুদুল পরশ: [২] জাহাজে করে পাচারের সময় জার্মানি ও বেলজিয়ামে এই কোকেন জব্দ করা হয়। নেদারল্যান্ডের ভ্লারদিনগেইন শহর থেকে এই চালানের সঙ্গে জড়িত ২৪ বছর বয়সী এক তরুণকে আটক করা হয়েছে। ঐ তুরুণের নামেই চালালনটি পাঠানো হয়েছিলো বলে জানায় ডাচ পুলিশ। সিএনএন, বিবিসি, আল জাজিরা

[৩] ডাচ পুলিশ আরও জানিয়েছে, কয়েক সপ্তাহ ধরে তারা এই কোকেন চালানটির জন্য আন্তর্জাতিক পর্যায়ে একটি গোপন অভিযান পরিচালনা করছিলেন।

[৫] জার্মানির গোয়েন্দা শুল্ক প্রধান রেনে ম্যাটস্কে জানান, হ্যামবার্গের একটি স্থলবন্দরে তিনটি কন্টেইনারের মধ্যে এই কোকেন পাওয়া যায়। তিনি আরও জানান, মোট ১ হাজার ৭২৮ টি আঠার বাক্সে ১৬ হাজার ১৭৪ কেজি কোকেন লুকানো ছিলো।

[৬] অন্যদিকে বেলজিয়ামে একই পন্থায় ৭ হাজার ২০০ কেজি কোকেন পাঠানোর চেষ্টা করা হয়েছিলো বলে জানায় নেদারল্যান্ড পুলিশ।

[৭] এই চালানটি এখন পর্যন্ত ইউরোপের সবচেয়ে বড় চালন বলে জানিয়েছে নেদারল্যান্ড, বেলজিয়াম এবং জার্মান পুলিশ। উভয় চালানেই আঠার কৌটার ব্যবহৃত হয়েছে বলে জানান শুল্ক কর্মকর্তারা।

[৮] জার্মানির পুলিশ এবং শুল্ক কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন দেশটির অর্থ মন্ত্রী রোলফ বোসিনগের। তিনি বলেন, এটি মাদক পাচারকারীদের জন্য একটি দৃষ্টান্তমূলক হুঁশিয়ারি এবং সেই সঙ্গে জার্মান প্রশাসনের সক্ষমতারও পরিচয়। সম্পাদনা: সুমাইয়া ঐশী

  • সর্বশেষ
  • জনপ্রিয়