শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, দক্ষিণ আফ্রিকায় চীন, রাশিয়া ও ইরানের যৌথ নৌ মহড়া ◈ কিশোরগঞ্জে হোটেলের লিফটে বরসহ ১০ জন আটকা, দেয়াল ভেঙে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা ◈ তেহরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক রাতেই ২০০-র বেশি বিক্ষোভকারী নিহত ◈ মিত্র হারিয়ে কোণঠাসা খামেনি: ভেনেজুয়েলা থেকে তেহরান—ইরানের শাসন কি শেষ অধ্যায়ে? ◈ নির্বাচনের আগে টার্গেট কিলিংয়ের ছোবল, নিরাপত্তা নিয়ে শঙ্কা ◈ অ‌স্ট্রেলিয়ান বিগ ব‌্যাশ, রিশাদের দুর্দান্ত বোলিংয়ে শীর্ষস্থানে হোবার্ট ◈ যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা, প্রতিক্রিয়ায় যা জানাল ভারত (ভিডিও) ◈ টানা ছয় হার কাটিয়ে জয়ের মুখ দেখল নোয়াখালী এক্সপ্রেস ◈ বাংলাদেশের বিশ্বকাপ খেলা না চাওয়ায় যা বলল ভারত ◈ তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:৩৩ সকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মার্কিন নেভির সোলার প্যানেল মহাকাশে সৌরবিদ্যুৎ তৈরি করে পাঠাবে পৃথিবীতে

রাশিদুল ইসলাম : [২] ১২ বাই ১২ ইঞ্চির সৌর প্যানেলটি গত মে মাসে একটি এক্স-৩৭বি মনুষ্যবিহীন ড্রোনে করে পাঠানো হয় নিম্ন কক্ষপথে (২ হাজার কিমি)। ‘পিজা বক্স’ আকারের এ সৌর প্যানেলটি আই প্যাড বা একই ধরনের ডিভাইসের সাহায্যে সৌর বিদ্যুৎ উৎপাদন করে পাঠাবে পৃথিবীতে। ডেইলি মেইল

[৩] ভবিষ্যতে এ সৌর প্যানেলটি মাইক্রোওয়েভ ও রশ্মির সাহায্যে বিদ্যুৎ পাঠাবে।

[৪] মহাকাশ থেকে সূর্যের যে শক্তি পৃথিবী অবধি পৌঁছতে পারে না, তাই ধরে বিদ্যুৎ তৈরি করবে সৌর প্যানেল। পেন্টাগনের বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি কাটিয়ে মহাকাশে পৌঁছে যাবে সৌর প্যানেলটি। প্যানেল থেকে ড্রোনের সাহায্যে একটা লুপ তৈরি করা হবে। সে পথেই সৌরবিদ্যুৎ মহাকাশ থেকে আসবে পৃথিবীতে।

[৫] ড্রোনটির নাম দেওয়া হয়েছে ‘ফোটোভোলটাইক রেডিওফ্রিকুয়েন্সি অ্যান্টেনা মডিউল’ (চজঅগ)। প্রোটোটাইপ ড্রোন বানিয়ে ট্রায়ালও করেছেন মার্কিন বিজ্ঞানীরা। প্যানেলে রয়েছে থার্মাল ভ্যাকিউম চেম্বার যা শক্তিকে ধরে রাখতে পারে।

[৬] ওয়াশিংটনে মার্কিন নেভির গবেষণা ল্যাবে সৌরপ্যানেলের পরীক্ষা নিরীক্ষার কাজ চলছে। সূর্যের অতিবেগুনী প্রচণ্ড শক্তিশালী রশ্মির বেশ কিছুটা অংশ পৃথিবীতে ঢোকার আগেই বায়ুমণ্ডলে বাধা পেয়ে ভাসতে থাকে। সেই রশ্মি ধরাই হবে এই সৌরপ্যানেলের কাজ।

[৭] বিজ্ঞানী পল জ্যাফে বলছেন, ১২ বাই ১২ ইঞ্চির প্যানেল একেক বারে ১০ ওয়াট পর্যন্ত শক্তি স্থানান্তর করতে পারবে। ভবিষ্যতে বিপুল শক্তির চাহিদা এভাবেই যোগান দেবে এই সৌর প্যানেল।

[৮] গবেষক ক্রিস ডেপুমা বলছেন, পৃথিবীর কক্ষপথে বসানো হতে পারে এই সোলার প্যানেলকে। কিন্তু ২৪ ঘণ্টায় একবার সূর্যের চারদিকে পাক খায় পৃথিবী। কাজেই একটা সময় সেই প্যানেল সূর্যের থেকে দূরে থাকবে। তাই চেষ্টা করা হবে হাই আর্থ অরবিটে এই প্যানেলকে বসিয়ে দেওয়ার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়