শিরোনাম
◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে ◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:০৫ সকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেত্রকোনায় গৃহবধূ হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

ডেস্ক রিপোর্ট:  নেত্রকোনার দুর্গাপুরের কাকৈরগড়া ইউনিয়নের ঝানজাইল বাজার সংলগ্ন তাতীরকোনা এলাকা থেকে শুক্লা রানী সাহা (৪২) নামের বস্তাবন্দী এক নারীর লাশ উদ্ধার করেছে দুর্গাপুর থানা পুলিশ। আরটিভি

এ ব্যাপারে বুধবার শুক্লা রানীর ছেলে শুভ সাহা বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে দুর্গাপুর থানায় মামলা করলে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই এলাকার রুবিনা আক্তার ও তার ছেলে হৃদয়কে আটক করে দুর্গাপুর থানা পুলিশ। নিহত শুক্লা ওই এলাকার সুকুমার সাহার স্ত্রী।

নিহতের ছেলে শুভ সাহা জানান, মঙ্গলবার সকালে তার মা বাড়ির পার্শ্বে কংশ নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজি শেষে ওইদিন বিকেল তিনটার দিকে নদীর পার সংলগ্ন আরশাদ মিয়ার ঘর থেকে বস্তাবন্দী মরদেহের সন্ধান করে স্থানীয়রা। পরবর্তীতে দুর্গাপুর থানায় খবর দিলে পুলিশ এসে ওই ঘর থেকে শুক্লা রানীর বস্তাবন্দী লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।

এ নিয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহনুর এ আলম বলেন, খুনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রুবিনা আক্তার (৩০) ও তার ছেলে হৃদয়কে (১৪) আটক করা হয়েছে। এ ব্যাপারে দুর্গাপুর থানায় এক মামলা হয়েছে (মামলা নং- ২৮), এ নিয়ে তদন্ত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়