শিরোনাম
◈ বয়কট আলোচনার ম‌ধ্যে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের জন্য বিমা‌ন বুক করেছে পাকিস্তান  ◈ এক যুগ পর আজ শুরু হচ্ছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট ◈ ১৮ মিনিট আগেগণভোটে 'হ্যাঁ' অথবা 'না' এর পক্ষে প্রচার চালাতে পারবেন না সরকারি চাকরিজীবীরা ◈ রাষ্ট্রীয় নির্যাতনের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ পেতে বাধা কাটলো   ◈ বাংলা‌দেশ বিশ্বকাপ খেল‌ছে না ব‌লে খা‌লেদ মাহমুদ সুজ‌নের হৃদয়ে রক্তক্ষরণের অনুভূত হ‌চ্ছে ◈ জয় শাহর ৮ বার কল, সাড়া দিলেন না পিসিবি চেয়ারম্যান নাকভি ◈ জামায়াত নেতা হত্যা: ঝিনাইগাতীর ইউএনও ও ওসি প্রত্যাহার ◈ আগামীকালই হবে ৫০তম বিসিএস পরীক্ষা ◈ রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান প্রত্যাবাসন: প্রধান উপদেষ্টা ◈ ৪০ পুলিশ কর্মকর্তার পদোন্নতি

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:২২ রাত
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোপালগঞ্জে খোন্দকার ইব্রাহিম খালেদের দাফন সম্পন্ন

দেবদুলাল মুন্না: [২] বুধবার তৃতীয় জানাজা শেষে বাদ এশা গোপালগঞ্জের পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। এর আগে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদের প্রথম ও দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় ঢাকায়। বুধবার সকাল পৌনে ছয়টার দিকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক প্রকাশ করেন।

[৩] আসাদুজ্জামান নূর বললেন, অর্থনীতিতে অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন।

[ ৪] খোন্দকার ইব্রাহিম খালেদ ছিলেন কেন্দ্রীয় কচিকাঁচার মেলার পরিচালক। বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় কচিকাঁচা ভবনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বাদ জোহর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এসময় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর আরও বলেন, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বঙ্গবন্ধুর আদর্শ ধরে রেখেছিলেন তিনি। সরকারি কর্মকর্তা থাকা অবস্থায় ইব্রাহিম খালেদ নিজের অফিস থেকে বঙ্গবন্ধুর ছবি নামাননি, নামাতেও দেননি।

[৫] পারিবারিক সূত্রে জানা গেছে, অসুস্থ অবস্থায় খোন্দকার ইব্রাহিম খালেদকে গত রোববার বিএসএমএমইউর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। এর আগে করোনায় সংক্রমিত হয়ে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে করোনা থেকে সুস্থ হলেও তার আরও নানা সমস্যা ধরা পড়ে। হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত মজুমদার এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়