সুমাইয়া ঐশী: [৩] বোয়িং-৭৭৭ এর ইঞ্জিনে কেনো আগুন লাগার ঘটনা ঘটেছিলো তা নিয়ে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে। সোমবার মার্কিন জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড (এনটিএসবি) প্রাথমিক তদন্তের ফলাফল প্রকাশ করেছে। দ্য গার্ডিয়ান
[৪] প্র্যাট এবং হুইটনি ইঞ্জিনে ফ্যানের ব্লেডে ধাতব পদার্থে কিছু সমস্যা দেখা দিয়েছিলো বলে ধারণা করা হচ্ছে। এতেই ইঞ্জিন বিকল হয়ে আগুন লেগে যায়। এনটিএসবির সভাপতি রবার্ট সুমওয়াল্ট বলেন, ২০১৮ সালের ফেব্রুয়ারিতে হাওয়াইগামী মার্কিন বিমানের ঘটনার সঙ্গে পিডব্লিউ৪০০০ এর ঘটনার কোনো সামঞ্জস্যতা আছে কিনা তা স্পষ্ট নয়। অন্য কোনো ঘটনার সঙ্গে এই দুর্ঘটনার তুলনা করার আগে বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখতে হবে।
[৫] এর আগে ২০২০ সালের ডিসেম্বরে জাপানেও বোয়িং ৭৭৭ এর ইঞ্জিন বিকলের ঘটনা ঘটে। সেখানেও ফ্যানের ব্লেডে ধতব পদার্থের সমস্যার কারণে ইঞ্জিন বিকল হয়ে যায় বলে জানানো হয়। তাই শনিবার ডেনভারের ঘটনায় বোয়িং ৭৭৭ নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল