শিরোনাম
◈ নির্বাচন ও গণভোট ঘিরে সরব কূটনীতিকরা: কঠোর নিরাপত্তার বার্তা সরকারের ◈ ভালুকায় হিন্দু যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা, কী ঘটেছিল সেখানে ◈ পদত্যাগ করে ধানের শীষে নির্বাচন করার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের ◈ গ্রিসের ক্রিট উপকূলে মাছ ধরার নৌকা থেকে বাংলাদেশিসহ ৫ শতাধিক আশ্রয়প্রার্থী উদ্ধার ◈ প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু, যে প্রক্রিয়ায় ভোট দেবেন তারা ◈ বিশ্ব গণমাধ্যমে শহিদ ওসমান হাদির জানাজায় জনস্রোতের খবর ◈ শহীদ হাদির কবর দেখতে মানুষের ভিড়, রাতেও থাকবে পুলিশি প্রহরা ◈ হা‌দির মৃত‌্যু‌তে গ‌র্জে উ‌ঠে‌ছে বাংলা‌দেশ, যৌথবাহিনীর অভিযান আর গানম্যানে কি আইন-শৃঙ্খলা ফিরবে? ◈ প‌শ্চিমব‌ঙ্গে মোদীকে গোব্যাক ব‌লে, বাংলা‌দে‌শি অনুপ্রবেশকারীদের বলে না- অভিযোগ ভারতের প্রধানমন্ত্রীর  ◈ মৃত্যুর কিছুদিন আগে সাক্ষাৎকারে যেসব কথা বলেছিলেন ওসমান হাদি (ভিডিও)

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৩৮ দুপুর
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরিফ জেবতিক: কোভিড-১৯ টিকা নিয়ে সচরাচর যেসব প্রশ্ন আসে, সেগুলোর জবাব

আরিফ জেবতিক: কোভিড-১৯ টিকা নিয়ে সচরাচর যেসব প্রশ্ন গ্রুপে আসে, সেগুলোর জবাব-

[১] টিকা কখন দেবো? টিকাদান কেন্দ্র খোলা থাকে সকাল সাড়ে ৮টা থেকে আড়াইটা। কোনো কোনো কেন্দ্র ৩টা পর্যন্তও খোলা থাকে বলে শুনেছি, তবে দুপুর ২টার মধ্যে যাওয়াটাই ভালো।

[২] টিকাদানের তারিখে উপস্থিত হতে পারি নি, কী করবো? টিকাকার্ড প্রিন্ট করে কেন্দ্রে চলে যান, টিকা দেবে।

[৩] এসএমএস আসে নি, কী করবো? রেজিস্ট্রেশনের এক সপ্তাহের মধ্যে এসএমএস না পেলে সংশ্লিষ্ট টিকাকেন্দ্রে উপস্থিত হলে  অধিকাংশ কেন্দ্রেই টিকা দেওয়া হচ্ছে। তবে এটি কেন্দ্রের ওপর নির্ভর করে, আপনার কেন্দ্রে খোঁজ নিন।

[৪] আজকে রেজিস্ট্রেশন করেছি, এসএমএস আসেনি, টিকা নিতে দেবে? না, সাধারনত রেজিস্ট্রেশন হওয়ার পরে কয়েকদিন যেতে দিন। ধৈর্য ধরুন। এসএমএস সবাই পাবেন।

[৫] কতোদিন পরে এসএমএস আসবে? এসএমএস পাঠানো কেন্দ্রের চাপের ওপর নির্ভরশীল। কখনো কয়েকমিনিটেও পাওয়া যায়, কখন ১০ দিন লাগতেও দেখেছি। ধৈর্য ধরুন, এসএমএস পাবেনই।

[৬] প্রবাসী বাংলাদেশী যারা দেশে আছেন, কিন্তু এনআইডি নেই, তাঁরা কীভাবে টিকা দেবেন? এই বিষয়টি এখনো গণ সিদ্ধান্ত হয়েছে বলে দেখিনি। সরকার আগে বাংলাদেশি চল্লিশোর্ধ নাগরিকদের টিকাদানকে প্রায়োরিটি দিচ্ছে। সেক্ষেত্রে এনআইডিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

[৭] রেজিস্ট্রেশন করতে পারছি না, ওয়েবসাইটে সমস্যা। এরকম কখনো হতে পারে। কয়েক ঘন্টা পরে আবার ট্রাই করুন।

[৮] বাসায় বৃদ্ধ রোগী, বাসায় এসে কি টিকা দেবে? আপাতত নির্দিষ্ট কেন্দ্র ছাড়া টিকা দিচ্ছে না। বাসায় টিকা দেয়ার কোনো পদ্ধতি চালু নেই।

[৯] টিকা কী খালিপেটে দিতে হয়? না, খাওয়া দাওয়া করে যান। ভরপেটে টিকা দিন। টিকা দেওয়ার পর ৩০ মিনিট কেন্দ্রেই বিশ্রাম নিতে হয় তাই  সাথে একটা পানির বোতল রাখতে পারেন। (×××এটি বিভিন্ন সোর্স থেকে পাওয়া আনঅফিশিয়াল তথ্য। এই পোস্টদাতা কোনো ভাবেই টিকাদান কর্মসূচির সাথে জড়িত নন বা টিকাদান কর্মসূচির কোনো অফিশিয়াল বক্তব্যও এখানে নেই। এখানে প্রদত্ত তথ্যগুলো আনঅফিশিয়াল এবং পাঠককে নিজ দায়িত্বে যাচাই করে নিতে অনুরোধ করা হচ্ছে। ) ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়