শিরোনাম
◈ মালয়েশিয়ার চাপের মুখে বাংলাদেশে নরম সিদ্ধান্ত, রিক্রুটিং এজেন্সি বাছাইয়ে ছাড় ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কর্মসূচি ঠেকাতে বিশেষ বৈঠক, যেসব সিদ্ধান্ত এলো ◈ ২০২৬ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি, দেখে নিন ছুটির তালিকা ◈ আরও ১৪ জেলায় নতুন ডিসি ◈ স্টেডিয়াম দখল নিয়ে বিস্ফোরক আসিফ আকবর: ‘প্রয়োজনে মাঠের অধিকার আদায়ে মারামারিও করব’ ◈ রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় মেট্রোরেল কর্মীদের সব ছুটি বাতিল ◈ ২৭তম সংবিধান সংশোধনী: পাকিস্তানে সেনাপ্রধানের ক্ষমতা বৃদ্ধি, সুপ্রিম কোর্টের এখতিয়ার সীমিত ◈ হার্ট অ্যাটাক হ‌য়ে হাসপাতালে ‌বি‌সি‌বির সা‌বেক সভাপ‌তি  ◈ বিএনপি নেতা সালাহউদ্দিনের অনুরোধে ১৩৪ ঘণ্টা পর অনশন ভাঙলেন আমজনতার দলের তারেক রহমান ◈ প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:২২ সকাল
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিনয়ের পাশাপাশি চিত্রপরিচালনায় আসছেন নায়িকা একা

ইমরুল শাহেদ: তিনি বলেন, ‘এ বিষয়ে খুব শিগগিরই সকলকে বিস্তারিত জানান দেব।’ এ রিপোর্টারকে ১৬ মিনিট ৩ সেকেন্ডের দেওয়া এক লাইভ ভিডিও সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি মিউজিক ভিডিও, নাটক পরিচালনা করে নিজেকে প্রস্তুত করছি। চলচ্চিত্র নির্মাণের খুটিনাটি বিষয়গুলোও রপ্ত করছি। এখন একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত আছি। এই ব্যস্ততা কাটলেই পরিচালনার কাজে হাত দেব।’ তিনি জানান, যুগান্তর চাকমা যিনি চাইনিজ নামেই চলচ্চিত্রশিল্পে সমধিক পরিচিত তার তিনটি ছবিতে কাজ করছেন একা।

এছাড়া আরও দু’একটি ছবি আছে, যেগুলোর নাম তিনি এখন প্রকাশ করতে চাইছেন না। তিনি উল্লেখ করেন, অভিনয় ছাড়াও তাকে মাই টিভির উপস্থাপনার কাজ নিয়েও ব্যস্ত থাকতে হয়। চলচ্চিত্রে একা যখন জনপ্রিয়তার তুঙ্গে তখন তিনি চলে যান। সেখান থেকে ফেরার পর তিনি নাটক, নাচ এবং মিডিয়ার অন্যান্য কাজে ব্যস্ত হয়ে থাকেন। চাইনিজ বলেন, ‘আমি ঠিক করেছি একাকে নিয়ে কাজ করব।’ একা বলেন, তিনি তার পরিবারের সদস্যদেরও গ্লামার জগতে নিয়ে আসবেন। চলচ্চিত্রে একার যাত্রা শুরু হয় ডিপজল প্রযোজিত ও কাজী হায়াৎ পরিচালিত তেজী ছবি দিয়ে।

এ ছবিতে তার বিপরীতে ছিলেন প্রয়াত মান্না। ছবিটি ব্যবসায়িক সাফল্য পাওয়ার পর তিনি ধর, বাবা কেন আসামি, আজকের দাপট, বাহাদুর সন্তান, রাজ গোলাম, পুলিশ অফিসার, মরণ নিয়ে খেলাসহ আরো প্রায় ৩০টি ছবিতে কাজ করেছেন। এছাড়াও তিনি মডেলিং করেছেন। গ্লামার জগতে তার পরিচিতি যখন উত্তরোত্তর বাড়তে থাকে তখন তিনি বিদেশে চলে যান। এখন ফিরে আসার পর তিনি আর তার আগের অবস্থান না পেলেও নিজেকে প্রতিষ্ঠিত করার মতো আউটলুক তার আছে। চলচ্চিত্রের এখন দুর্দিন। কিন্তু দুর্দিন হলেও চলচ্চিত্র নির্মাণ থেমে নেই। পরিচালকরা বিভিন্ন চরিত্রের জন্য চলচ্চিত্র থেকে যুৎসই অভিনেতা-অভিনেত্রী পাচ্ছেন না। এই নিয়ে তাদের মধ্যে আফসোস আছে এবং টিভি মিডিয়া থেকে চরিত্রানুগ শিল্পীদের খুঁজে নিচ্ছেন। এক্ষেত্রে একা নির্মাতাদের জন্য একটু স্বস্তি¡ হলেও হতে পারেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়