শিরোনাম
◈ ট্রাম্পের দাবি: মার্কিন হুঁশিয়ারিতে ইরানে বিক্ষোভকারীদের হত্যা ও মৃত্যুদণ্ড স্থগিতের নির্দেশ দিয়েছে তেহরান ◈ যে কারণে বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত করছে যুক্তরাষ্ট্র ◈ বিএনপি নেতা সাজুকে বহিষ্কার ◈ ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা: কাছাকাছি মার্কিন ঘাঁটি ও সামরিক শক্তির হিসাব ◈ এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে, বেনাপোল বন্দরে ৫৩ কাটুন আটক ◈ দেশের বাজারে সব রেকর্ড ভেঙে সোনার দামে ইতিহাস ◈ ট্রাম্প প্রশাসনের বড় সিদ্ধান্ত: বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা স্থগিত হচ্ছে ◈ নবম পে স্কেল: ফের বৈঠকে বসছে কমিশন, চূড়ান্ত হতে পারে একাধিক বিষয় ◈ নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা ◈ নতুন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান অধ্যাপক আলী রীয়াজের

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:২২ সকাল
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিনয়ের পাশাপাশি চিত্রপরিচালনায় আসছেন নায়িকা একা

ইমরুল শাহেদ: তিনি বলেন, ‘এ বিষয়ে খুব শিগগিরই সকলকে বিস্তারিত জানান দেব।’ এ রিপোর্টারকে ১৬ মিনিট ৩ সেকেন্ডের দেওয়া এক লাইভ ভিডিও সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি মিউজিক ভিডিও, নাটক পরিচালনা করে নিজেকে প্রস্তুত করছি। চলচ্চিত্র নির্মাণের খুটিনাটি বিষয়গুলোও রপ্ত করছি। এখন একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত আছি। এই ব্যস্ততা কাটলেই পরিচালনার কাজে হাত দেব।’ তিনি জানান, যুগান্তর চাকমা যিনি চাইনিজ নামেই চলচ্চিত্রশিল্পে সমধিক পরিচিত তার তিনটি ছবিতে কাজ করছেন একা।

এছাড়া আরও দু’একটি ছবি আছে, যেগুলোর নাম তিনি এখন প্রকাশ করতে চাইছেন না। তিনি উল্লেখ করেন, অভিনয় ছাড়াও তাকে মাই টিভির উপস্থাপনার কাজ নিয়েও ব্যস্ত থাকতে হয়। চলচ্চিত্রে একা যখন জনপ্রিয়তার তুঙ্গে তখন তিনি চলে যান। সেখান থেকে ফেরার পর তিনি নাটক, নাচ এবং মিডিয়ার অন্যান্য কাজে ব্যস্ত হয়ে থাকেন। চাইনিজ বলেন, ‘আমি ঠিক করেছি একাকে নিয়ে কাজ করব।’ একা বলেন, তিনি তার পরিবারের সদস্যদেরও গ্লামার জগতে নিয়ে আসবেন। চলচ্চিত্রে একার যাত্রা শুরু হয় ডিপজল প্রযোজিত ও কাজী হায়াৎ পরিচালিত তেজী ছবি দিয়ে।

এ ছবিতে তার বিপরীতে ছিলেন প্রয়াত মান্না। ছবিটি ব্যবসায়িক সাফল্য পাওয়ার পর তিনি ধর, বাবা কেন আসামি, আজকের দাপট, বাহাদুর সন্তান, রাজ গোলাম, পুলিশ অফিসার, মরণ নিয়ে খেলাসহ আরো প্রায় ৩০টি ছবিতে কাজ করেছেন। এছাড়াও তিনি মডেলিং করেছেন। গ্লামার জগতে তার পরিচিতি যখন উত্তরোত্তর বাড়তে থাকে তখন তিনি বিদেশে চলে যান। এখন ফিরে আসার পর তিনি আর তার আগের অবস্থান না পেলেও নিজেকে প্রতিষ্ঠিত করার মতো আউটলুক তার আছে। চলচ্চিত্রের এখন দুর্দিন। কিন্তু দুর্দিন হলেও চলচ্চিত্র নির্মাণ থেমে নেই। পরিচালকরা বিভিন্ন চরিত্রের জন্য চলচ্চিত্র থেকে যুৎসই অভিনেতা-অভিনেত্রী পাচ্ছেন না। এই নিয়ে তাদের মধ্যে আফসোস আছে এবং টিভি মিডিয়া থেকে চরিত্রানুগ শিল্পীদের খুঁজে নিচ্ছেন। এক্ষেত্রে একা নির্মাতাদের জন্য একটু স্বস্তি¡ হলেও হতে পারেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়