স্পোর্টস ডেস্ক : [২] দুই দেশের কূটনৈতিক সম্পর্ক অনেক আগেই তলানিতে ঠেকেছে। এই অবস্থায় প্রায় আট বছরের বেশি সময় ধরে বন্ধ ইন্দো-পাক দ্বিপাক্ষিক সিরিজ। শুধুমাত্র আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপের আসরে মুখোমুখি হয় এই দুই দেশ। তবে এই ম্যাচগুলির অধিকাংশই হয়েছে নিরপেক্ষ ভেন্যুতে।
[৩] ভারতের মাটিতে ২০১১’র একদিনের বিশ্বকাপ ও ২০১৬’র টি-২০ বিশ্বকাপে শেষবার মুখোমুখি হয়েছে এই দুই প্রতিবেশী। তবে ২০১৯ বিশ্বকাপের আগে ফের সীমান্তে হামলা করে পাকিস্তান। তারপরই তাদের বিরুদ্ধে সবরকম ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নেয় ভারতীয় বোর্ড। এমনকী, আইসিসি টুর্নামেন্টেও না খেলায় হুঙ্কার দিয়েছিল বিসিসিআই। তবে শেষ পর্যন্ত আইসিসি’র চাপে খেলতে বাধ্য হয় তারা।
[৪] এবার দেশের মাটিতেই টি-২০ আসরে নামবেন কোহলিরা। তবে ভারতে দল পাঠানোর আগে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে চিন্তায় রয়েছে পাকিস্তান। এই বিষয়ে পিসিবি’র পক্ষ থেকে দাবি করা হয়েছিল, ২০২০ সালের ডিসেম্বর মাসের মধ্যে ক্রিকেটারদের পাশাপাশি সমর্থক, বোর্ড কর্তা ও সাংবাদিকদের জন্য ভিসা সংক্রান্ত লিখিত নিশ্চয়তা দিতে হবে বিসিসিআইকে।
[৫] তবে ভারতীয় বোর্ডের পক্ষ থেকে সেরকম কোনও কিছুই দেওয়া হয়নি। তাই শনিবার পিসিবি চেয়ারম্যান এহসান মানি জানান, আমরা আইসিসিকে বলেছিলাম, ভিসা সংক্রান্ত বিসিসিআইয়ের পক্ষ থেকে লিখিত নিশ্চয়তা দিতে হবে। তবেই আমরা টি-২০ বিশ্বকাপে দল পাঠাব।
[৬] ২০২০ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে সেটা দেওয়ার কথা ছিল। কিন্তু এখনও বিসিসিআইয়ের পক্ষ থেকে কোনওরকম কিছু দেওয়া হয়নি। আগামী ৩১ মার্চের মধ্যে যদি ভারত এই নিশ্চয়তা না দেয়, তাহলে আমরা আইসিসি’র কাছে আবেদন করব যেন টি-২০ বিশ্বকাপ স্থানান্তরিত করা হয়। প্রয়োজনে সংশ্লিষ্ট টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরাতে হতে পারে।- বর্তমান/ জি নিউজ