শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৫০ সকাল
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

 সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের জানাজায় হাজারো মানুষের ঢল

নুর উদ্দিন মুরাদ: সংবাদ সংগ্রহ করতে গিয়ে আওয়ামীলীগের দু গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির গত রাত সাড়ে ১০ টায় ঢাকা মেড়িকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির কোম্পানীগঞ্জ উপজেলার চর ফকিরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হাজি বাদশাহ মিয়া মিস্ত্রি বাড়ীর অবসর প্রাপ্ত শিক্ষক নোয়াব আলী মাস্টারের  ৩ পুত্র ও ৪ কণ্যার মধ্যে সবার ছোট সন্তান।শিক্ষাজীবনে বুরহান উদ্দিন মুজাক্কির নোয়াখালী সরকারী কলেজের মাস্টার্স শেষ বর্ষের মেধাবী শিক্ষার্থী ছিলেন।

এদিকে হাসপাতালে বুরহান উদ্দিন মুজাক্কিরের লাশ তার নিজ এলাকায় পৌছলে মুহুর্তেই পড়ে যায় কান্নার রোল। নিহতের বাবা-মা ও ভাই- বোনসহ হাজারো মানুষের চোখে ভাসছে যেনো বেদনার অশ্রু।

রোববার রাত ৮ টায় চর ফকিরা ইউনিয়নের ৪ নং ওয়াড়স্থ  আজগর আলী দাখিল মাদ্রাসার মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।এসময় বিভিন্ন এলাকা থেকে জানাজায় অংশগ্রহন করেন হাজার হাজার মানুষ।উপস্থিত ছিলেন রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক,স্বেচ্ছাসেবী সংগঠন, ধর্মীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, জেলা ও উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিড়িয়ায় কর্মকর্ত বিভিন্ন সাংবাদিকবৃন্দ।

এসময় জানাজা শেষে পারিবারিক কবরাস্থানে চিরনিদ্রায় শায়িত হন সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়