শিরোনাম
◈ আন্তর্জাতিক বাহিনী আসছে গাজায়, নিয়ন্ত্রণ হারাতে যাচ্ছে হামাস ◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৫০ সকাল
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

 সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের জানাজায় হাজারো মানুষের ঢল

নুর উদ্দিন মুরাদ: সংবাদ সংগ্রহ করতে গিয়ে আওয়ামীলীগের দু গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির গত রাত সাড়ে ১০ টায় ঢাকা মেড়িকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির কোম্পানীগঞ্জ উপজেলার চর ফকিরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হাজি বাদশাহ মিয়া মিস্ত্রি বাড়ীর অবসর প্রাপ্ত শিক্ষক নোয়াব আলী মাস্টারের  ৩ পুত্র ও ৪ কণ্যার মধ্যে সবার ছোট সন্তান।শিক্ষাজীবনে বুরহান উদ্দিন মুজাক্কির নোয়াখালী সরকারী কলেজের মাস্টার্স শেষ বর্ষের মেধাবী শিক্ষার্থী ছিলেন।

এদিকে হাসপাতালে বুরহান উদ্দিন মুজাক্কিরের লাশ তার নিজ এলাকায় পৌছলে মুহুর্তেই পড়ে যায় কান্নার রোল। নিহতের বাবা-মা ও ভাই- বোনসহ হাজারো মানুষের চোখে ভাসছে যেনো বেদনার অশ্রু।

রোববার রাত ৮ টায় চর ফকিরা ইউনিয়নের ৪ নং ওয়াড়স্থ  আজগর আলী দাখিল মাদ্রাসার মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।এসময় বিভিন্ন এলাকা থেকে জানাজায় অংশগ্রহন করেন হাজার হাজার মানুষ।উপস্থিত ছিলেন রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক,স্বেচ্ছাসেবী সংগঠন, ধর্মীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, জেলা ও উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিড়িয়ায় কর্মকর্ত বিভিন্ন সাংবাদিকবৃন্দ।

এসময় জানাজা শেষে পারিবারিক কবরাস্থানে চিরনিদ্রায় শায়িত হন সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়