সুজন কৈরী: টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও ১ রাউন্ড গুলীসহ ২ জন অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। গ্রেপ্তার দুজনের নাম রাজিবুল ইসলাম (৪১) ও শাহাদাৎ হোসেন রিপন (৩৫)।
রোববার বেলা ১১টা ৫০ মিনিটের দিকে টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়ার রসুলবাগ মোক্তার বাড়ী রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার ও অস্ত্র-গুলি উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন ও নগদ ৩২ হাজার ৪৩০ টাকা উদ্ধার করা হয়েছে।
র্যাব-১০ এর এএসপি এনায়েত কবির সোয়েব বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী। তারা দীর্ঘদিন ধরে টঙ্গী ও গাজীপুর এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন ধরণের সন্ত্রাসী কার্যকলাপ করছিলেন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।