আফরোজা সরকার: [২] রংপুর নগরীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যথাযথভাবে পতাকা উত্তোলন না করায় ৬টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
[৩] রোববার দুপুরে অভিযানে নেতৃত্ব দেন রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান।
[৪] নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান জানান, নগরীর বিভিন্ন স্থানে যথাযথভাবে পতাকা উত্তোলন কার্যক্রম পর্যবেক্ষণ করে ভ্রাম্যমাণ আদালত।
[৫] অর্থদণ্ড প্রতিষ্ঠানগুলো হলো- লাজফার্মা, পপুলার-১, আপডেট ক্লিনিক, সেন্ট্রাল হাসপাতাল, ল্যাবএইড ক্লিনিক ও সেবা প্যাথোলজিক্যাল সেন্টার। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৬টি মামলায় ২৭ হাজার টাকা অর্থদন্ড করা হয়। একই সময়ে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে মৌখিকভাবে সতর্ক করে দেন ভ্রাম্যমাণ আদালত।