শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৪২ দুপুর
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মঞ্জুরুল হক:  আমি কোনো সরকারি দপ্তরে যাবো আর আমার সঙ্গে আমলাতান্ত্রিক প্যাঁচ কষে ধমনীর রক্ত চলাচল বন্ধ করে দেবে না, তা কী করে হবে!

মঞ্জুরুল হক: আমি কোনো সরকারি দপ্তরে যাবো আর আমার সঙ্গে আমলাতান্ত্রিক প্যাঁচ কষে ধমনীর রক্ত চলাচল বন্ধ করে দেবে না, তা কী করে হবে! আত্মীয়-স্বজন ও বন্ধুদের ধমক-ধামকে দুইবারের চেষ্টায় মহান ‘সুরক্ষা’ ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করেছিলাম। দুই দিন দেরী করার পরও মোবাইলে মহান ডেট এলো না। ভাগনি বললো, টিকাকার্ড হার্ড কপি নিয়ে চলে যাও, দিয়ে দেবে। সকালে চুলে তেল দিয়ে, তেড়ি কেটে আতর মেখে বেশ ভ্যাকসিন ভ্যাকসিন আবেশে ফুরফুরে ভাব নিয়ে নির্দিষ্ট জায়গায় চলে গেলাম।

ভলান্টিয়াররা এনআইডি আর মেসেজ কনফার্মেশন চাইল। মেসেজ তো নেই! বললো, ‘চার তলায় অমুক রুমে যান। সেখান থেকে কনফার্মেশন নিয়ে আসেন’। গেলাম। স্যার নেই! কোথায় গেছে কেউ জানে না।

আমার মতো আরও জনা দশেক হতভাগা বসে-দাঁড়িয়ে আছে। স্যার নেই তো নেই-ই। এক ঘণ্টা পর ফের নিচে নেমে বললাম, অন্য কোনো স্যারের ইয়ে ধরতে হবে? তিনি তো নেই, কী করা যাবে? তারা জানালো, কিসসু করার নেই! ব্যর্থ মনোরথ হয়ে বিএনপি বিএনপি ফিলিং নিয়ে ফিরে এলাম। এখন শুনছি কেউ কেউ বলছেন, ‘এখন আর মেসেজ আসে না’। তাহলে? আমার ভ্যাকসিন অভিযানের এখানেই সমাপ্তি? ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়