শিরোনাম
◈ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ফেসবুক আইডি হ্যাকড ◈ জুলাই গণঅভ্যুত্থানের ১০৬ মামলায় চার্জশিট দিল পুলিশ ◈ ফিফা আরব কাপ, স্বাগ‌তিক কাতারকে একমাত্র গোলে হারালো ফিলিস্তিন ◈ দেশে ফিরলে তারেক রহমানও কী এসএসএফ নিরাপত্তা পাবেন? ◈ সাকিব ও মোস্তাফিজ আইপিএলের নিলামের তালিকায় ◈ বেগম জিয়ার অবস্থা অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল ◈ গুমের সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড, অধ্যাদেশ জারি ◈ নতুন সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি চালু: গ্রাহকদের টাকা উত্তোলনের বিষয়ে যা জানা গেল ◈ জানা গেল জাতীয় নির্বাচন ও গণভোটের সম্ভাব্য তারিখ, চূড়ান্ত হবে রোববার ◈ বাড়ল এলপি গ্যাসের দাম

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ১০:২৩ দুপুর
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ১০:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদারীপুরে উদ্বোধন হলো দেশের দ্বিতীয় সর্ববৃহৎ শহীদ মিনার।

আরিফুর রহমান:[২] সদর উপজেলার শিরখাড়ায় ইউনিয়নে এস,বি, কে আদেলউদ্দিন হাওলাদার স্কুল এন্ড কলেজ মাঠে জাতীয় শহীদ মিনারের আদলে নির্মিত ৪৪ফিট উচ্চতার দেশের দ্বিতীয় সর্ববৃহৎ শহীদ মিনার উদ্বোধন করা হয়, (১৮ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বিকেলে এই শহীদ মিনারটির উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক নৌ-মন্ত্রী শাজাহান খান এমপি।

[৩] এটি বাংলাদেশের দ্বিতীয় সর্ববৃহৎ শহীদ মিনার। যেখানে জাতীয় শহীদ মিনারের উচ্চতা ৪৬ ফিট। এই শহিদ মিনারের উচ্চতা ৪৪ ফিট। এস,বি, কে আদেলউদ্দিন হাওলাদার স্কুল এন্ড কলেজ মাঠে এই শহীদ মিনারের প্রতিষ্ঠাতা সদর উপজেলার শিরখাড়া ইউপি মজিবুর রহমান হাওলাদার।শহীদ মিনার নির্মানে ব্যয় হয়েছে প্রায় এক কোটি টাকা, এর মধ্যে সরকার মাত্র ৬ লাখ টাকা দিয়েছে বাকি সব ইউপি চেয়ারম্যানের নিজ অর্থ।

[৪] এ উপলক্ষে একটি উদ্বোধনী অনুষ্ঠানের য়োজন করা হয় এতে এস বি কে আদেল উদ্দিন হাওলাদার স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও বানিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত মো শহীদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড ওবাইদুর রহমান খান কালু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন সেলিম, জেলা পরিষদ সদস্য নুর জাহান পারুল, সদরের এলজিইডি প্রকৌশলী মনোয়ার হোসেনসহ প্রমূখ। সম্পাদনা;অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়