রিয়াজুর রহমান : চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমান বলেছেন, চট্টগ্রামসহ সারাদেশে ছাড়পত্রবিহিন অবৈধ ইটভাটাগুলো দ্রুত উচ্ছেদ করতে হাই কোর্ট নির্দেশনা দিয়েছেন।
এ জেলায়ও চার শতাধিক ইট ভাটার মধ্যে বৈধ ইটভাটা রয়েছে মাত্র ৭৫টি। মাটির টপ সয়েল কেটে ও বন উজাড় করে অবৈধ ইটভাটাগুলোতে ইট তৈরী করা হচ্ছে। পরিবেশ ধ্বংসকারী এসব অবৈধ ইটভাটাগুলো উচ্ছেদে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। একটি ইটভাটা উচ্ছেদ করতে ৬০ থেকে ৭০ হাজার টাকা খরচ হয়। আমাদের তো এতো বাজেট নেই। তাই ছাড়পত্রবিহীন ইটভাটাগুলো নিজ উদ্যোগে সরিয়ে নিতে মালিক পক্ষকে তাগাদা দেয়া হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ইটভাটা ব্যবসায়ীদেরকে আমরা লাইসেন্স ও ছাড়পত্র দিতে চাই।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাল্টিমিডয়ার মাধ্যমে গত জানুয়ারী/২০২১ মাসের খাতওয়ারী অপরাধ চিত্র, সভার সিদ্ধান্ত ও অগ্রগতি তুলে ধরেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোছাঃ সুমনী আক্তার।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার (এসপি) এস.এম রশিদুল হক, সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ সাহাবউদ্দিন প্রমূখ।
সভায় সরকারের বিভিন্নস্তরে কর্মরত কর্মকর্তাসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।