শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৫৫ সকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুর্মিটলা হাসপাতালে জাতীয় ক্রিকেট দলের ২৮ জন করোনা টিকা নিয়েছেন

রাহুল রাজ: [২] বৃহস্পতিবার সকালে টিকা নিয়েছেন নিউজিল্যান্ডগামী জাতীয় দলের ক্রিকেটাররা। [৩] বৃহস্পতিবার সকালে কুর্মিটলা হাসপাতালে ক্রিকেটার, বিদেশি কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টসহ টিকা নিচ্ছেন ২৮ জন। নিউজিল্যান্ড সফরের স্কোয়াডে থাকবেন এমন ৮ জন ক্রিকেটার প্রথম দিন টিকা নিচ্ছেন না। ঢাকার বাইরে থাকায় ২০ ফেব্রুয়ারি ভ্যাকসিন নেবেন তারা।

[৪] স্ত্রীকে সঙ্গে নিয়ে টিকা দিতে বৃহস্পতিবার সকালে কুর্মিটলা হাসপাতালে আসেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল ও অলরাউন্ডার সৌম্য সরকার। এদিকে বোর্ড পরিচালক জালাল ইউনুস, মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম, ক্রিকেটার নাঈম শেখ, নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদরাও আসেন।

[৫] বিসিবি সভাপতি নাজমুল হাসান এরইমধ্যে জানিয়েছেন, টিকা নিতে বাধ্য করা হবে না কাউকে। গত বুধবার (১৭ ফেব্রæয়ারি) বিসিবি প্রধান নির্বাহী নিজামউদিন চৌধুরী সুজন বলেন, ‘আপাতত নিউজিল্যান্ডগামী ক্রিকেটারদের জন্য টিকার ব্যবস্থা করেছি। বাকিদের টিকার জন্যও তালিকা তৈরি করা হবে। সেটি সরকারের কাছে পাঠাবো আমরা। তাদের নির্দেশনা মেনেই বাকি ক্রিকেটারদের টিকা দেওয়া হবে।’

[৬] আগামী ১৯ মার্চ ডানেডিনে শুরু হবে নিউজিল্যান্ড-বাংলাদেশের মধ্যেকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ২২ মার্চ ক্রাইস্টচার্চে দ্বিতীয় ও ২৫ মার্চ তৃতীয় এবং শেষ ওয়ানডের পর ২৭ মার্চ হ্যামিল্টনে শুরু হবে তিন ম্যাচের টি-২০ সিরিজ। ২৯ মার্চ নেপিয়ার এবং ৩১ মার্চ অকল্যান্ডে শেষ টি-২০।

  • সর্বশেষ
  • জনপ্রিয়