শিরোনাম
◈ প্রথমবারের মতো জাপানের রাজনৈতিক দলের নেতা হবে AI ◈ আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ ◈ ঢাকায় চীনের ভিসা অফিস ৮ দিন বন্ধ থাকবে ◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থায় বড় পরিবর্তন: ৭০ ইন্টারসেকশনে নতুন বিন্যাসে গতি দ্বিগুণ, যানজট কমেছে ◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৫৫ সকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুর্মিটলা হাসপাতালে জাতীয় ক্রিকেট দলের ২৮ জন করোনা টিকা নিয়েছেন

রাহুল রাজ: [২] বৃহস্পতিবার সকালে টিকা নিয়েছেন নিউজিল্যান্ডগামী জাতীয় দলের ক্রিকেটাররা। [৩] বৃহস্পতিবার সকালে কুর্মিটলা হাসপাতালে ক্রিকেটার, বিদেশি কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টসহ টিকা নিচ্ছেন ২৮ জন। নিউজিল্যান্ড সফরের স্কোয়াডে থাকবেন এমন ৮ জন ক্রিকেটার প্রথম দিন টিকা নিচ্ছেন না। ঢাকার বাইরে থাকায় ২০ ফেব্রুয়ারি ভ্যাকসিন নেবেন তারা।

[৪] স্ত্রীকে সঙ্গে নিয়ে টিকা দিতে বৃহস্পতিবার সকালে কুর্মিটলা হাসপাতালে আসেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল ও অলরাউন্ডার সৌম্য সরকার। এদিকে বোর্ড পরিচালক জালাল ইউনুস, মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম, ক্রিকেটার নাঈম শেখ, নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদরাও আসেন।

[৫] বিসিবি সভাপতি নাজমুল হাসান এরইমধ্যে জানিয়েছেন, টিকা নিতে বাধ্য করা হবে না কাউকে। গত বুধবার (১৭ ফেব্রæয়ারি) বিসিবি প্রধান নির্বাহী নিজামউদিন চৌধুরী সুজন বলেন, ‘আপাতত নিউজিল্যান্ডগামী ক্রিকেটারদের জন্য টিকার ব্যবস্থা করেছি। বাকিদের টিকার জন্যও তালিকা তৈরি করা হবে। সেটি সরকারের কাছে পাঠাবো আমরা। তাদের নির্দেশনা মেনেই বাকি ক্রিকেটারদের টিকা দেওয়া হবে।’

[৬] আগামী ১৯ মার্চ ডানেডিনে শুরু হবে নিউজিল্যান্ড-বাংলাদেশের মধ্যেকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ২২ মার্চ ক্রাইস্টচার্চে দ্বিতীয় ও ২৫ মার্চ তৃতীয় এবং শেষ ওয়ানডের পর ২৭ মার্চ হ্যামিল্টনে শুরু হবে তিন ম্যাচের টি-২০ সিরিজ। ২৯ মার্চ নেপিয়ার এবং ৩১ মার্চ অকল্যান্ডে শেষ টি-২০।

  • সর্বশেষ
  • জনপ্রিয়