শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৪২ সকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফিলিস্তিনিরা বাঁচতে চাইলে দেশ ছাড়তে অথবা মরতে হবে: হানাদি হালওয়ানি

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] মানবাধিকার কর্মী হানাদি হালওয়ানি ইসরায়েলের সৈন্যদের হাতে ৬৩ বার আটক হয়েছেন। পবিত্র আল-আকসা মসজিদে আট বছরের জন্য তার প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। মিডিল ইস্ট মনিটরে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।

[৩] সাক্ষাতকারে তিনি বলেন, আমার সন্তানরা যখন পরীক্ষার জন্য পড়ে তখন ইসরায়েলের সৈন্যরা তাদের বই নিয়ে যায়। আমি বিভিন্ন সম্মেলনে অংশ নিতে চাইলে তারা আমাকে যেতে দেয় না। কারণ আমি ফিলিস্তিনি বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরায়েলের অপরাধ প্রকাশ করি। এমনকি ওরা আমাকে ওল্ড সিটিতেও প্রবেশ করতে দেয় না।

[৪] ইসরায়েলি পুলিশ ও সৈন্যরা ঠাণ্ডা মাথায় ফিলিস্তিনি তরুণদের হত্যা করে। তারা ফিলিস্তিনিদের জন্মের হার হ্রাস করতে কাজ করছে। এই জন্য বিভিন্ন পদক্ষেপও নিয়েছে। অপর দিকে তাদের জন্মের হার বৃদ্ধি করছে। এই প্রক্রিয়ার মাধ্যমে তারা পুরো ফিলিস্তিন দখল করছে।

[৫] তিনি আরো বলেন, ইসরায়েলিরা বিভিন্ন সময় আল-আকসা মসজিদে প্রবেশ করে মদ পান করে। ইহুদিদের ধর্মীয় বই পাঠ করে। তারা সেখানে শূকরের মাংস খায়। তাদের এই সব কর্মকাণ্ড মুসলিমদের উস্কে দেয় জেনেও তারা এসব করে। আমি তাদের এই সকল কর্মকণ্ড প্রমাণের সাথে উন্মোচন করেছি।

[৬] হানাদি বলেন, ইসরায়েলিরা মুসলিম ও খ্রিস্টানদের পবিত্র স্থানের উপর প্রকাশ্যে হামলা করে। তারা আগের চেয়ে এই আক্রমণ আরো বাড়িয়ে দিয়েছে। তারা আল-আকসাকে ধ্বংস করে নিজেদের ধর্মীয় উপাসনালয় বানাতে চায়। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়