শিরোনাম
◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয় ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন দায়িত্বে নতুন এসপিদের ব্রিফ করবেন প্রধান উপদেষ্টা ◈ ইসির নিবন্ধন সার্টিফিকেট পেলো এনসিপি, প্রতীক ‘শাপলা কলি’ ◈ ক্লাসে না ফিরলে প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ◈ ইসিকে তফসিল ঘোষণায় সময়সুবিধা বিবেচনার আহ্বান নাহিদ ইসলামের ◈ র‌্যাং‌কিং‌য়ের সেরা আটে মোস্তাফিজ, রিশাদ-ইমন-সাইফদের উন্ন‌তি ◈ ঢাকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের ক্লাব, খেল‌বে লাতিন বাংলা সুপার কাপ ◈ বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ চেয়ে নতুন কর্মসূচি ৭ কলেজ শিক্ষার্থীদের (ভিডিও) ◈ ১৯ দেশে অভিবাসন ও গ্রিন কার্ড আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন” ◈ ভোজ্যতেলের দাম বাড়ানোর আইনগত ভিত্তি নেই: ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বাণিজ্য উপদেষ্টার (ভিডিও)

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৪২ সকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফিলিস্তিনিরা বাঁচতে চাইলে দেশ ছাড়তে অথবা মরতে হবে: হানাদি হালওয়ানি

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] মানবাধিকার কর্মী হানাদি হালওয়ানি ইসরায়েলের সৈন্যদের হাতে ৬৩ বার আটক হয়েছেন। পবিত্র আল-আকসা মসজিদে আট বছরের জন্য তার প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। মিডিল ইস্ট মনিটরে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।

[৩] সাক্ষাতকারে তিনি বলেন, আমার সন্তানরা যখন পরীক্ষার জন্য পড়ে তখন ইসরায়েলের সৈন্যরা তাদের বই নিয়ে যায়। আমি বিভিন্ন সম্মেলনে অংশ নিতে চাইলে তারা আমাকে যেতে দেয় না। কারণ আমি ফিলিস্তিনি বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরায়েলের অপরাধ প্রকাশ করি। এমনকি ওরা আমাকে ওল্ড সিটিতেও প্রবেশ করতে দেয় না।

[৪] ইসরায়েলি পুলিশ ও সৈন্যরা ঠাণ্ডা মাথায় ফিলিস্তিনি তরুণদের হত্যা করে। তারা ফিলিস্তিনিদের জন্মের হার হ্রাস করতে কাজ করছে। এই জন্য বিভিন্ন পদক্ষেপও নিয়েছে। অপর দিকে তাদের জন্মের হার বৃদ্ধি করছে। এই প্রক্রিয়ার মাধ্যমে তারা পুরো ফিলিস্তিন দখল করছে।

[৫] তিনি আরো বলেন, ইসরায়েলিরা বিভিন্ন সময় আল-আকসা মসজিদে প্রবেশ করে মদ পান করে। ইহুদিদের ধর্মীয় বই পাঠ করে। তারা সেখানে শূকরের মাংস খায়। তাদের এই সব কর্মকাণ্ড মুসলিমদের উস্কে দেয় জেনেও তারা এসব করে। আমি তাদের এই সকল কর্মকণ্ড প্রমাণের সাথে উন্মোচন করেছি।

[৬] হানাদি বলেন, ইসরায়েলিরা মুসলিম ও খ্রিস্টানদের পবিত্র স্থানের উপর প্রকাশ্যে হামলা করে। তারা আগের চেয়ে এই আক্রমণ আরো বাড়িয়ে দিয়েছে। তারা আল-আকসাকে ধ্বংস করে নিজেদের ধর্মীয় উপাসনালয় বানাতে চায়। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়