শিরোনাম
◈ মুগদায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা ◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৪৩ রাত
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাভারে হত্যা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাসুদা ইয়াসমিন : [২] সাভারে পৃথক স্থান থেকে হত্যা মামলায় ১৪ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোমিন ওরফে গালকাটা মোমিন এবং ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মনির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

[৩] মঙ্গলবার রাতে আশুলিয়ার পানধোয়া এলাকা এবং সাভারের তেঁতুলঝোড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

[৪] গ্রেফতারকৃত মোমিন ওরফে গালকাটা মোমিন (৩৫) আশুলিয়ার পানধোয়া এলাকার ফজর আলীর ছেলে। তার বিরুদ্ধে এলাকায় চুরি, ছিনতাই, চাঁদাবাজিসহ একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে ইয়াবসহ গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মনির হোসেন (৩২) মানিকগঞ্জ জেলা সিংগার থানার মধ্য ধল্লা গ্রামের মৃত সাহেব আলী মৃধার ছেলে।

[৫] থানা পুলিশ জানায়, ২০১৬ সালে মারামারির ঘটনায় মোমিনের বিরুদ্ধে থানায় মামলা করেন এক ভুক্তভোগী। ওই মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় আদালত তাকে ১৪ মাসের সাজা প্রদান করেন। কিন্তু মোমিন দীর্ঘ দিন ধরেই পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মঙ্গলবার রাতে প্রযুক্তির সহায়তায় তাকে উপজেলার পাথালিয়া ইউনিয়নের পানধোয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

[৬] আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক বলেন, মোমিন নামে এক ব্যক্তিকে রাতে পানধোয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি একটি মামলার ১৪ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। এঘটনায় বুধবার দুপুরে তাকে ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হয়েছে।
অন্যদিকে মঙ্গলবার রাতে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের মুসলিম পাড়া মহল্লা থেকে ৬০ পিচ ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মনির হোসেনকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ।

[৭] সাভার মডেল থানার ট্যানারী ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে হেমায়েতপুর মুসলিম পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে লাট মিয়ার বাড়ির সামনে থেকে মাদক ব্যবসায়ী মনির হোসেনকে গ্রেফতার করা হয়। এসময় তার দেহ তল্লাসী করে ৬০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন ধরে তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর, ঋষিপাড়া, পদ্মার মোড় ও মুসলিম পাড়াসহ বিভিন্ন মহল্লায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়