শিরোনাম
◈ উগান্ডা‌কে হা‌রি‌য়ে নারী কাবাডি বিশ্বকাপে বাংলাদেশের শুভ সূচনা ◈ বর্ণিল আয়োজনে ঢাকায় নারী কাবাডি বিশ্বকাপের উদ্বোধন হ‌লো ◈ হাসিনার মৃত্যুদণ্ডের রায়: প্রতিক্রিয়ায় যা বলল ভারত ◈ ‘ভারত কোনো অবস্থাতেই হাসিনাকে ফেরত দেবে না’ ◈ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফেসবুক স্ট্যাটাসে যা লিখলেন ◈ এই ট্রাইব্যুনাল যেন চালু থাকে, এখানে একদিন হাসিনারও বিচার হবে: সালাউদ্দিন কাদেরের সেই বক্তব্য ভাইরাল (ভিডিও) ◈ শেখ হাসিনাকে কোন অভিযোগে কী সাজা দেওয়া হয়েছে ◈ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে এপিএম টার্মিনালসের ঐতিহাসিক পিপিপি চুক্তি ◈ খুনি হাসিনার রায়ের প্রতিক্রিয়ায় যা বললেন সারজিস ◈ ইউ‌রো‌পের মা‌ঠে ফিলিস্তিন ফুটবল দ‌লের বিশেষ বার্তা

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০১:০৮ রাত
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০১:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কিশোরগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার সাবেক বিডিআর সদস্য

খাদেমুল মোরসালিন : [২] বুধবার কিশোরগঞ্জ থানা পুলিশ এ সাবেক বিডিআর সদস্যকে গ্রেপ্তার করে জেলা কারাগারে প্রেরণ করেছে।

[৩] নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের এক মহিলা উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারকে দীর্ঘ দিন ধরে বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি পশ্চিম পাড়া গ্রামের মৃত আবুজার রহমানের পূত্র সাবেক বিডিআর সদস্য মো.ফরহাদ হোসেন সম্রাট (৫০) উত্ত্যক্ত করতো।

[৪] এ বিষয়ে কিশোরগঞ্জ গত বছরের ১৬ জুন তারিখ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। ফলে ফরহাদ হোসেন সম্রাট নিজের ভুল স্বীকার করে রক্ষা পান। কিছুদিন উত্ত্যক্ত করা থেকে বিরত থাকলেও তিনি আবারও ওই মহিলা উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারকে অফিস যাওয়ার সময় বিভিন্ন অশ্লীল ঈঙ্গিত করতে থাকে। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি ওই সাবেক বিডিআর সদস্য তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে ফোন দিয়ে অশ্লীল কথাবার্তা বলে উত্ত্যক্ত করে। এছাড়া মেসেজ করে ভয় ভীতি প্রদর্শন ও মানহানিকর মেসেজ পাঠায়। এ বিষয়ে বাদী থানায় উপস্থিত হয়ে গতকাল বুধবার এজাহার দাখিল করায় ওই সাবেক বিডিআর সদস্যকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করে কিশোরগঞ্জ থানা পুলিশ। ওই দিনেই তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

[৫] এ বিষয়ে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল জানায়,ওই উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারকে ফান ও মেসেজে অশ্লীল কথাবার্তা দিয়ে উত্ত্যক্ত করায় মামলা দায়ের হওয়ায় ওই সাবেক বিডিআর সদস্যকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়