সিরাজুল ইসলাম: [২] বুধবার (১৭ ফেব্রুয়ারি) ভোররাতে ওই বাজারের সেলিম স্টোর ও কুহেন টেইলার্স এন্ড ক্লোথ স্টোরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
[৩] ক্ষতিগ্রস্ত দোকান মালিক সেলিম হোসেন ও শহিদুল্লাহ শাহীনের সাথে কথা বলে জানা গেছে, রাত আড়াইটার দিকে এ অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা দোকান দু’টিতে ছড়িয়ে পড়ে।
[৪] এ সময় এলাকাবাসী মাইকিং করে বালু ও পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও সেলিম স্টোরের ২৫ লাখ এবং কুহেন টেইলার্সের ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। প্রায় ২ ঘন্টা পর মানিকগঞ্জ ও সাভারের ফায়ার সার্ভিস কর্মীরা এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনেন।
[৫] এ রিপোর্ট লেখা পর্যন্ত অগ্নিকান্ডের সঠিক কারন জানা যায়নি। সহকারি কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।