শিরোনাম
◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৪০ সকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নারী ও ভিন্নভাবে সক্ষম মহাকাশচারী নিয়োগ দেবে ইউরোপিয়ান মহাকাশ সংস্থা

লিহান লিমা: [২] গত ১১ বছরের মধ্যে এই প্রথমবারের মতো নিয়োগের ঘোষণা দিয়েছে ইউরোপিয়ান মহাকাশ সংস্থা, এই নিয়োগে মহাকাশচারী নির্বাচনে বৈচিত্র আনার ঘোষণা দিয়েছে সংস্থাটি। তারা বলছে, এবারের নিয়োগে ভিন্নভাবে সক্ষম ব্যক্তি এবং নারীদের প্রাধান্য দেয়া হবে। চাঁদ ও মঙ্গল অভিযানের জন্য মোট ২৬জন নতুন মহাকাশচারী নিয়োগ দেয়া হবে। ইউরো নিউজ/গার্ডিয়ান

[৩]ইএসএ’র মহাপরিচালক জেন ওরনার বলেন, ‘শীঘ্রই আমরা চাঁদে অভিযান পরিচালনা করবো। ভবিষ্যতের জন্য আমাদের আরো অনেক মেধাবী মহাকাশচারী প্রয়োজন।’

[৪]এ পর্যন্ত মহাকাশে যাওয়া ৫৬০জনের মধ্যে মাত্র ৬৪জন নারী মহাকাশচারী। এই ৬৫জনের মধ্যে ৫১জনই আমেরিকান। ইএসএ শুধুমাত্র ২জন নারীকে মহাকাশে পাঠিয়েছে।

[৫]ইএসএ আরো জানায়, এই প্রথমবারের মতো তারা ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের নিয়োগের উদ্যোগ নিয়েছে। যে কোনো ধরণের শারীরিক অক্ষমতা সম্পন্ন যোগ্য মহাকাশচারীদের জন্য আবেদনের সুযোগ উন্মুক্ত করা হয়েছে।

[৬]ইএসএ’র হিউম্যান এন্ড রোবটিক এক্সপ্লোরেশন ডিরেক্টর ডেভিড পার্কার বলেন, ‘সমাজের প্রত্যেক ধরণের মানুষের প্রতিনিধিত্বকে আমরা গুরুত্ব দিচ্ছি, শুধুমাত্র জাতি, বয়স, বর্ণ বা লিঙ্গ নয় আমাদের মহাকাশচারীর তালিকায় শারীরিক প্রতিবন্ধকতায় ভোগা কিন্তু ভিন্নভাবে সক্ষম ব্যক্তিরাও থাকবেন।

[৭]কর্তৃপক্ষ জানিয়েছে, ১৮ মাস যাবত এই নির্বাচনি প্রক্রিয়া চলবে। প্রার্থীদের স্নাতকোত্তর ডিগ্রী বা প্রকৃতি বিজ্ঞান, চিকিৎসা, যন্ত্রকৌশল, গণিত ও কম্পিউটার বিজ্ঞানের ওপর সর্বনিম্ন ৩ বছরের অভিজ্ঞতা থাকা লাগবে। মানসিক দক্ষতা যাচাই, বাস্তবসম্মত এবং মানসিক ক্রিয়ার পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা ও দুই দফার সাক্ষাতকারের মধ্য দিয়ে চূড়ান্ত মনোনায়ন দেয়া হবে। ২০২২ সালের অক্টোবরে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়