শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:২৫ সকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বান্দরবানে উদ্বোধন করা হল শিশু পার্ক

বাবুল খাঁন: শিশুদের বিনোদনের জন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে প্রায় ২কোটি টাকা ব্যয়ে দেড় একর জমি  নিয়ে বান্দরবান উদ্বোধন করা হল শিশু পার্ক।

মঙ্গলবার(১৬ ফেব্রুয়ারী) জেলা সদরের সেগুনবাগিচা এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে  শিশু পার্কের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

উদ্বোধন শেষে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বান্দরবান জেলা সদরের পাশাপাশি অন্যান্য উপজেলাগুলোতে ও শিশু পার্ক নিমার্ণ করা হবে এবং শিশুদের লেখাপড়ার পাশাপাশি বিনোদনের জন্য এই শিশুপার্ক অনেকটাই কাজে আসবে।

এসময় উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজা সরোয়ার,পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত,উপ-সহকারী প্রকৌশলী মোঃ এরশাদ মিয়াসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের তথ্যমতে,নবনির্মিত এই শিশু পার্ক পৌরসভার কাছে হস্তান্তর করা হবে এবং এই শিশু পার্কে বিনোদনের জন্য ইলেকট্রনিক মিনি ট্রেন,মেরী গো-রাউন্ড,রং ডং, স্প্রীং ঘোড়া,কম্বাইন্ড সুইংসহ ১১রকমের রাইড স্থাপন করা হয়েছে ।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়