শিরোনাম
◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:২৫ সকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বান্দরবানে উদ্বোধন করা হল শিশু পার্ক

বাবুল খাঁন: শিশুদের বিনোদনের জন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে প্রায় ২কোটি টাকা ব্যয়ে দেড় একর জমি  নিয়ে বান্দরবান উদ্বোধন করা হল শিশু পার্ক।

মঙ্গলবার(১৬ ফেব্রুয়ারী) জেলা সদরের সেগুনবাগিচা এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে  শিশু পার্কের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

উদ্বোধন শেষে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বান্দরবান জেলা সদরের পাশাপাশি অন্যান্য উপজেলাগুলোতে ও শিশু পার্ক নিমার্ণ করা হবে এবং শিশুদের লেখাপড়ার পাশাপাশি বিনোদনের জন্য এই শিশুপার্ক অনেকটাই কাজে আসবে।

এসময় উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজা সরোয়ার,পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত,উপ-সহকারী প্রকৌশলী মোঃ এরশাদ মিয়াসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের তথ্যমতে,নবনির্মিত এই শিশু পার্ক পৌরসভার কাছে হস্তান্তর করা হবে এবং এই শিশু পার্কে বিনোদনের জন্য ইলেকট্রনিক মিনি ট্রেন,মেরী গো-রাউন্ড,রং ডং, স্প্রীং ঘোড়া,কম্বাইন্ড সুইংসহ ১১রকমের রাইড স্থাপন করা হয়েছে ।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়