স্পোর্টস ডেস্ক : [২] ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে নিউক্যাসেলের বিপক্ষে লড়বে চেলসি। স্ট্যামফোর্ডে ব্রিজে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।
[৩] ২৩ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ৫-এ আছে চেলসি। ৪০ পয়েন্ট নিয়ে চারে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। এ ম্যাচে নিউক্যাসেলকে হারাতে পারলে, মিলবে চারে যাওয়ার সুযোগ। শেষ চার ম্যাচে জয়ের ছন্দে আছে। তাই আশার আলোই দেখছেন কোচ থমাস টাচেল। ইনজুরির কারণে থিয়াগো সিলভাকে ছাড়াই পরিবর্তন সাজাতে হবে কোচকে। দু’দলের ১৬৮ বারের দেখায় ৭৫টি ম্যাচে জয় আছে ব্লুদের। ৩৯টি ম্যাচে জিতেছে নিউক্যাসেল। - দ্য সান/ গোল ডটকম