শিরোনাম
◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:৩৯ সকাল
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]দাউদকান্দিতে আওয়ামী লীগের প্রার্থী দ্বিতীয় বারের মতো মেয়র নির্বাচিত

মোশায়ারা আক্তার জলি: [২]কুমিল্লার পৌর নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র নাইম ইউসুফ সেইন বিপুল ভোটে দ্বিতীয় বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ১৪হাজার ৪৩৪ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতীক নিয়ে মোহাম্মদ আবু মুছা ভোট পেয়েছেন ১ হাজার ৩৬ ভোট।

[৩]রবিবার(১৪ফেব্রুয়ারি) ইভিএম পদ্ধতিতে দাউদকান্দি পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়। ৯টি ওয়ার্ডের ১৭টি কেন্দ্রের ফলাফলে দেখা গেছে, আওয়ামী লীগের মেয়র প্রার্থী নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন। এর আগে গত নির্বাচনে তিনি মেয়র নির্বাচিত হয়েছিলেন।

[৪]দ্বিতীয় বারের মতো মেয়র নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.)সুবিদ আলী ভূঁইয়া এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.)মোহাম্মদ আলী সুমন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড.আহসান হাবিব চৌধুরী,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন।

[৫]সংরক্ষিত ১নং ওয়ার্ডে বিজয়ী হয়েছেন তাছলিমা বেগম (জবা ফুল ),২নং ওয়ার্ডে নুরুন নাহার (আনারস) ও ৩ নং ওয়ার্ডে লাভলী আক্তার(চশমা) সাধারণ কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে আ.হক মীর (পাঞ্জাবী), ২ নং ওয়ার্ডে মো.শামীম মিয়া (পানির বোতল ) ৩ নং ওয়ার্ডে মো. মোয়াজ্জেম হোসেন (ঢেঁড়শ), ৪ নং ওয়ার্ডে সাকিব আহমেদ  (ডালিম), ৫ নং ওয়ার্ডে বিল্লাল হোসেন খন্দকার সুমন(পাঞ্জাবী) ।

[৬]দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার মো.কামরুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।   সম্পাদনা:অনন্যা আফরিন

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়