শিরোনাম
◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’ ◈ অজিত দোভালের সঙ্গে ড. খালিলের সৌজন্য সাক্ষাৎ, আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা ◈ আওয়ামী লীগের ভবিষ্যৎ কোনদিকে, শেখ হাসিনার ফাঁসি হলে কি হবে?

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:৩৯ সকাল
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]দাউদকান্দিতে আওয়ামী লীগের প্রার্থী দ্বিতীয় বারের মতো মেয়র নির্বাচিত

মোশায়ারা আক্তার জলি: [২]কুমিল্লার পৌর নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র নাইম ইউসুফ সেইন বিপুল ভোটে দ্বিতীয় বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ১৪হাজার ৪৩৪ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতীক নিয়ে মোহাম্মদ আবু মুছা ভোট পেয়েছেন ১ হাজার ৩৬ ভোট।

[৩]রবিবার(১৪ফেব্রুয়ারি) ইভিএম পদ্ধতিতে দাউদকান্দি পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়। ৯টি ওয়ার্ডের ১৭টি কেন্দ্রের ফলাফলে দেখা গেছে, আওয়ামী লীগের মেয়র প্রার্থী নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন। এর আগে গত নির্বাচনে তিনি মেয়র নির্বাচিত হয়েছিলেন।

[৪]দ্বিতীয় বারের মতো মেয়র নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.)সুবিদ আলী ভূঁইয়া এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.)মোহাম্মদ আলী সুমন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড.আহসান হাবিব চৌধুরী,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন।

[৫]সংরক্ষিত ১নং ওয়ার্ডে বিজয়ী হয়েছেন তাছলিমা বেগম (জবা ফুল ),২নং ওয়ার্ডে নুরুন নাহার (আনারস) ও ৩ নং ওয়ার্ডে লাভলী আক্তার(চশমা) সাধারণ কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে আ.হক মীর (পাঞ্জাবী), ২ নং ওয়ার্ডে মো.শামীম মিয়া (পানির বোতল ) ৩ নং ওয়ার্ডে মো. মোয়াজ্জেম হোসেন (ঢেঁড়শ), ৪ নং ওয়ার্ডে সাকিব আহমেদ  (ডালিম), ৫ নং ওয়ার্ডে বিল্লাল হোসেন খন্দকার সুমন(পাঞ্জাবী) ।

[৬]দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার মো.কামরুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।   সম্পাদনা:অনন্যা আফরিন

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়