অহিদ মুকুল: নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এর মধ্যে চাটখিল পৌরসভার ১০টি কেন্দ্রে ইভিএম ও সোনাইমুড়ীর ৯টি কেন্দ্রে ব্যালটে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
এদিকে, সোনাইমুড়ী পৌরসভার ৮ নং ওয়ার্ডে কাঁঠালিয়া মোহাম্মদিয়া হফেজিয়া নূরানী মাদ্রাসা কেন্দ্রে জাল ভোট দেয়া সহ নানা অনিয়মের অভিযোগে ভোট গ্রহন বন্ধ ঘোষনা করেন চাটখিল ও সোনাইমুড়ি পৌরসভা নির্বাচনের রির্টানিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ রবিউল আলম। উক্ত কেন্দ্রের ভোটার সংখ্যা ৩ হাজার ৬৩।
চাটখিল পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো: নিজাম উদ্দিন (ভিপি নিজাম) নৌকা প্রতীক নিয়ে ১১ হাজার ৮ শত ২৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত মো. মোস্তফা কামাল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৯ শত ৬১ ভোট।
চাটখিল পৌরসভায় মেয়র পদে ৬জন, সাধারণ কাউন্সিলর পদে ৪৮জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন। পৌরসভার ১০টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৯৩৬ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৪ শত ৮৫ ও মহিলা ভোটার ১২ হাজার ৪ শত ৫১ জন।
সোনাইমুড়ী পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো: নুরুল হক চৌধুরী নৌকা প্রতীক নিয়ে ৯ হাজার ৬ শত ৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত মো. মোতাহের হোসেন মানিক ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ১ ভোট। ১ টি কেন্দ্রে ৩০৬৩ ভোট থাকলে পার্থক্য ৫ হাজার ৬ শত ৮ ভোট বেশী হওয়ায় নৌকা প্রতীকের প্রার্থী মো: নুরুল হক চৌধুরীকে বিজয়ী ঘোষনা করা হয়। পরবর্তিতে এ কেন্দ্রে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
সোনাইমুড়ী পৌরসভায় মেয়র পদে ৪ জন, ৯ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন ও ৩ টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন। পৌরসভার ৯টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২৫ হাজার ২ শত ৩২ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৮ শত ৩৬ ও মহিলা ভোটার ১২ হাজার ৩ শত ৯৬ জন। চাটখিল ও সোনাইমুড়ি পৌরসভা নির্বাচনের রির্টানিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ রবিউল আলম বিষয়টি নিশ্চিত করেন।