শিরোনাম
◈ গাজায় বোমা হামলা, চার ইসরায়েলি সেনা নিহত ◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:১৬ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাপানের ফুকুশিমায় ভয়াবহ ভূমিকম্পের আঘাত, আশঙ্কা নেই সুনামির

ডেস্ক রিপোর্ট : একের পর এক কম্পন। কখনও ইন্দোনেশিয়া, কখনও অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল, কখনও জাপান। এবার জাপানের ফুকুশিমায় ভয়াবহ ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.১। ফুকুশিমার উপকূলে ৬০ কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল। কম্পনের তীব্রতা থাকলেও কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি। স্থানীয় সংবাদমাধ্যম জাপান টাইমস জানাচ্ছে জাপানের সিসমিক ইনটেনসিটি স্কেলের বিচারে এটি দ্বিতীয় বৃহত্তম কম্পন।

এদিন কেঁপে ওঠে তোহুকু রিজিয়নের মিয়াগি ও ফুকুশিমার বিস্তীর্ণ এলাকা। কম্পন অনুভূত হয় টোকিওতেও। স্থানীয় সময় শনিবার রাত ১১.০৮ মিনিটে কম্পন অনুভূত হয়। তবে উপকূলবর্তী এলাকার মানুষদের নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সাধারণ মাত্রার থেকে বড় ঢেউ উঠতে পারে বলে অনুমান করা হচ্ছে।

এদিকে, দিন কয়েক আগেই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে অস্ট্রেলিয়ার পূর্ব এলাকা। অস্ট্রেলিয়ার মূল ভূখন্ড থেকে পূর্ব দিকে অবস্থিত লর্ড হো দ্বীপে আছড়ে পড়তে পারে প্রবল সুনামি, এমনই সতর্কতা জারি করা হয়। ভূমিকম্পের তীব্রতা রিখটার স্কেলে ছিল ৭.৭।

প্রশান্ত মহাসাগরের বুকে এমন তীব্র কম্পনে বেশ আশঙ্কায় ছিলেন আবহবিদরা। শুধু লর্ড হো দ্বীপই নয়, নিউজিল্যান্ড, নিউ ক্যালেডোনিয়া, ভানুয়াতুর মত বেশ কয়েকটি দেশেও সুনামি সতর্কতা জারি করা হয়। নিউ ক্যালেডোনিয়ার পূর্ব দিকে ভাও থেকে ৪১৫ কিমি দূরে ও সমুদ্রপৃষ্ঠের ১০ কিমি গভীরে ছিল এই কম্পনের উৎসস্থল। ইউএস জিওলজিক্যাল সার্ভে জানায় ভূমিকম্পের পাঁচ ঘন্টার মধ্যেই সুনামি আছড়ে পড়তে পারে। ফিজি, নিউজিল্যান্ড ও ভানুয়াতুতে প্রায় ০.৩ মিটার থেকে এক মিটার উঁচু ঢেউ উঠতে পারে।

ওই এলাকার বাসিন্দাদের দ্রুত জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়। ফিজিতে ০.৩ মিটার উঁচু ঢেউ ওঠে বলে জানা যায়। অস্ট্রেলিয়ান ব্যুরো অফ মেটারোলজি ট্যুইট করে জানায় সুনামি তৈরি হওয়া শুরু হয়েছে। নিউজিল্যান্ডের উত্তরে অকল্যান্ডের পূর্ব প্রান্তে দ্য গ্রেট ব্যারিয়ার আইল্যান্ড এবং নিউজিল্যান্ডের পূর্ব উপকূলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হতে পারে বলে সতর্কতা জারি করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়