শিরোনাম
◈ গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন শিগগিরই: ট্রাম্প ◈ জুলাই বিপ্লবের পর রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পাইনি — উপদেষ্টা আসিফ মাহমুদ ◈ ক্ষুদ্র ইন্টারনেট অপারেটরদের বাজার থেকে হটাতে ডিডস আক্রমণ চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব ◈ হিন্দুদের কারো কারো ‘জামায়াতে যোগ দেওয়ার’ কারণ কী, তাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ আছে? ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে সি‌রি‌জে ২-১ এ এ‌গি‌য়ে গে‌লো আফগা‌নিস্তান ◈ গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে, ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে: মির্জা ফখরুল ◈ হংকং সি‌ক্সেস ক্রিকে‌টে শ্রীলঙ্কা‌কে ১৪ রা‌নে হারা‌লো বাংলাদেশ ◈ শনিবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচি প্রাথমিক শিক্ষকদের ◈ নির্বাচনের আগে গণভোট চাওয়া নির্বাচন বানচালের ষড়যন্ত্র: মির্জা ফখরুল ◈ ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে নির্বাচন আয়োজনের পূর্ণ প্রস্তুতি সম্পন্ন: ইসি মাছউদ

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:০২ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুলিশের লাঠিপেটায় পণ্ড বিএনপির সমাবেশ

শিমুল মাহমুদ: [২] সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার সকাল থেকেই জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করছিলেন বিএনপির নেতা-কর্মীরা।

[৩] বেলা ১২টার দিকে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের বক্তব্য শেষ হওয়ার পরপরই কদম ফোয়ার দিক থেকে পুলিশ একযোগে সমাবেশের দিকে এগোতে থাকে এবং সমাবেশকারীদের সড়ক থেকে তুলে দেয়। এসময় পুলিশের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পরে বিএনপিকর্মীরা। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পুলিশ লাঠিপেটা করলে জবাবে ইট ছোড়ে বিএনপিকর্মীরাও।

[৪] সংঘর্ষের এক পর্যায়ে নেতা-কর্মীরা তোপখানা রোড, জাতীয় প্রেস ক্লাবের ফটক ডিঙিয়ে পালাতে থাকে। প্রেস ক্লাবের ভেতরে আশ্রয় নেন দলের সিনিয়র নেতারা। এরপর বেলা ১২টা ৫০ মিনিটে সড়কে যান চলাচল স্বাভাবিক হলে তারা বেরিয়ে আসেন।

[৫] ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের সভাপতি যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে, দক্ষিণের কাজী আবুল বাশার এবং উত্তরের আবদুল আলীম নকীর পরিচালনায় সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ডজন খানেক নেতা বক্তব্য রাখেন।

[৬] পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান বলেন, বিএনপি নেতাকর্মীরা জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক বন্ধ করে সমাবেশ শুরু করে। পুলিশ রাস্তা একটু ছেড়ে দিয়ে দাঁড়াতে বললে তারা পুলিশের ওপর চড়াও হয়। তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল মারতে থাকে। ডিসি সাজ্জাদুর রহমান বলেন, এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়