সোহেল সানী: [২] দিনাজপুরের পার্বতীপুরে মধ্যপাড়া পাথরখনির ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)’র সমাজকল্যাণ সংস্থা জিটিসিচ্যারিটি হোমকার্যালয়ে খনির শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত ৫২জন শিক্ষার্থীকে জানুয়ারি মাসের শিক্ষা উপবৃত্তির টাকা দেওয়া হয়েছে।
[৩] পরে নন এমপিও ভুক্ত মধ্যপাড়া মহা বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের চলতি ফেব্রুয়ারি মাসের জন্য কলেজ অধ্যক্ষের হাতে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।
[৪] শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বেলা ৩টায় জিটিসিচ্যারিটি হোমে উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে উপবৃত্তির অর্থ তুলে দেন জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)’র নির্বাহী পরিচালক মোঃ জাবেদ সিদ্দিকী।এসময় উপস্থিত ছিলেন, জিটিসি’র উপ-মহাব্যবস্থাপক এ,জে,এম আব্দুল ওয়াহেদ, উপ-মহাব্যবস্থাপক জাহিদ হোসেন, নজরুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।
[৪] উল্লেখ্য যে, মধ্যপাড়া পাথরখনির এলাকাবাসীদের জন্য উক্ত জিটিসিচ্যারিটি হোম থেকে সপ্তাহে ৫ দিনবিনা মূল্যে চিকিৎসা পরামর্শ দেওয়া হচ্ছে। সম্পাদনা: আঞ্জুমান আরা