সুজন কৈরী : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দেড় কোটি টাকা সমমূল্যের আড়াই কেজি ওজনের স্বর্ণসহ দুই জনকে আটক করেছে এয়ারপোর্ট আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটকরা হলেন- সুমন মিয়া (৪১), তৌহিদুল ইসলাম (৩৯)।
বৃহস্পতিবার দুপুর দেড়টায় জেদ্দা থেকে এসভি ৩৫৮৪ ফ্লাইটে ঢাকায় পৌঁছার পর বিমানবন্দরের আগমনী টার্মিনালের বহিরঙ্গন থেকে ওই দুজনকে আটক করা হয়।
বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে স্বর্ণ চোরাচালান সম্পৃক্ত।
তিনি আরও জানান, অবৈধ পন্থায় সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে বিদেশ থেকে স্বর্ণের বার আনা অপরাধ। জব্দ গোল্ডবার কাস্টমস্ কর্তৃপক্ষের গুদামে সংরক্ষনের জন্য হস্তান্তর করা হয়েছে। বিমানবন্দর থানায় মামলা দায়েরের পর আটকদের থানায় হস্তান্তর করা হয়েছে।