শিরোনাম
◈ নিরাপত্তা সতর্কতায় পুলিশ, রাজধানীতে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি ◈ ‘বিএনপি ১০০ বছর চেষ্টা করেও গণভোট ঠেকাতে পারবে না’ (ভিডিও) ◈ পেট্রোল বোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা আটক ◈ প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে ২য় ধাপে বড় বিজ্ঞপ্তি ◈ পাটওয়ারীর ও হাসনাতের সাথে ডা. জাহিদ রায়হানের বাকবিতণ্ডা! (ভিডিও) ◈ হাসিনার মামলার রায়: ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে সুপ্রিম কোর্টের চিঠি ◈ ডাকসুতে শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত ◈ রংপুরে ভুয়া নারী সৈনিক সেজে অনলাইনে প্রেমের ফাঁদ, এরপর যা ঘটল! ◈ পুলিশ সুপারের বাসভবনে আগুন ◈ ভারতীয় রাষ্ট্রদূত তলব : হাসিনার গণমাধ্যমে প্রবেশাধিকার নিয়ে গভীর উদ্বেগ 

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:২৭ সকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাঙছে সুস্মিতা ও রহমানের দুই বছরের প্রেম

বিনোদন ডেস্ক: বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন ও মডেল রহমান শাল প্রেম করছেন দুই বছরের বেশি। অন্তর্জালে প্রায়ই এ যুগল দারুণ সব ছবি পোস্ট করেন আর তাঁদের অন্তরঙ্গ মুহূর্ত দর্শনে উচ্ছ্বসিত হন নেটনাগরিকেরা। এ যুগল একসঙ্গে ওয়ার্কআউট করেন এবং ভক্তদের উজ্জীবিত করেন। বি-টাউনের বেশির ভাগ সেলিব্রেটি যেখানে ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলতে নারাজ, সেখানে এ যুগল উচ্চকিত।

তবে সুস্মিতা সেনের সাম্প্রতিক ইনস্টাগ্রাম-পোস্ট ভক্তদের উদ্বিগ্ন করেছে। পুরুষ ও নারী বিষয়ে তাঁর পোস্টটি ভক্তমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। সুস্মিতাভক্তদের একাংশের সন্দেহ, তবে কি রহমানের সঙ্গে বিচ্ছেদের ইঙ্গিত রয়েছে ওই পোস্টে।  এনটিভি,দেশ রুপান্তর

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিট ডটকমের খবর, সম্প্রতি অভিনেত্রী সুস্মিতা সেন একটি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। সেখানে লেখা, ‘সমস্যাটা হলো—নারী মনে করে সে (পুরুষ) বদলাবে, বদলায় না। ভুল পুরুষ মনে করে সে (নারী) কখনো ছেড়ে যাবে না, সে যায়।’ পোস্টে যুক্ত করেছেন ‘হ্যাশট্যাগ ফ্যাক্টচেক’।

অন্তর্জালবাসীর একাংশ মনে করছেন, রহমানের সঙ্গে সম্পর্কের অবনতির ইঙ্গিত দিচ্ছে সুস্মিতার এ পোস্ট। এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী সুস্মিতার উদ্দেশে লিখেছেন, ‘ম্যাম, প্লিজ বিচ্ছেদের কথা বলবেন না, আপনাদের বিয়ের অপেক্ষায় আছি।’ আরেক জন লিখেছেন, ‘মনে হচ্ছে রহমানের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়েছে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়