শিরোনাম
◈ সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৩০ সকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]মৎস্য আইন বাস্তবায়নে সচেতনতামূলক প্রশিক্ষণ

মনিরুজ্জামান :[২]ভোলার বোরহান উদ্দিনে মৎস্য সংশ্লিষ্ট আইন ও বিধিমালা এবং এর বাস্তবায়ন বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ"অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  সকালে মির্জাকালু মাছঘাটে উপজেলা মৎস্য অধিদপ্তর এ প্রশিক্ষণের আয়োজন করেন।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান বলেন,মৎস্য সম্পদ রক্ষার্থে আপনারা আইন কানুন গুলো মেনে চলবেন।

[৩]আমরা মৎস্যজীবী ও জেলের প্রকৃত সমস্যাগুলো সরকারের সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরে আপনাদের জীবিকা সহজ করার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাব। আমরা পরস্পর সহযোগিতার মাধ্যমে মৎস্যসম্পদ ও জেলেদের জীবিকার উন্নয়নে কাজ করব।

[৪]প্রশিক্ষণে পর্যায়ক্রমে কারেন্ট জালের ব্যবহার বন্ধের পাশাপাশি বড় মেস সাইজের সুতার জালের ব্যবহার বৃদ্ধি করার মাধ্যমে জাটকা নিধন বন্ধ করা। ভোলার বাইরে মাছ রপ্তানির ক্ষেত্রে সঠিক পরিমাপের মাধ্যমে জাটকা অপেক্ষা বড় ইলিশই শুধু রপ্তানি করা, যাতে জাটকার সাপ্লাই চেইন বন্ধ করার মাধ্যমে জাটকা আহরণ বন্ধে ভূমিকা রাখা যায়।

[৫]মার্চ-এপ্রিল দুইমাস ইলিশের বৃহত্তম দুই অভয়াশ্রম বোরহানউদ্দিনের সম্পূর্ণ মেঘনা ও তেতুলিয়া নদীতে সকল ধরণের মৎস্য আহরণ বন্ধ থাকাকালীন নিবন্ধিত সকল জেলেকে ভিজিএফ চাল বরাদ্দের পাশাপাশি নগদ আর্থিক সহায়তার প্রস্তাব সরকারের নিকট প্রেরণ করা হবে।প্রতিটি ঘাটে জাটকা স্কেল স্থাপন করতে হবে। যাতে জেলে ও আড়ৎদাররা জাটকার সঠিক পরিমাপের ধারণা পায়।  সম্পাদনা:অনন্যা আফরিন

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়