মহিউদ্দিন আহমেদ : বিষয় : ‘All the Prime Minister's Men’, মিসেস ইন্দিরা গান্ধীর উপর জনার্দন ঠাকুরের বই ; প্রকাশক ‘VIKAS’, ১৯৭৭।
‘All the Prime Minister's Men’ শিরোনামের আল-জাজিরার ডকুমেন্টারীটির নামকরণ প্রেসিডেন্ট নিক্সনের ওয়াটারগেট কেলেঙ্কারি এবং তার পতনের উপর ‘ওয়াশিংটন পোস্ট’ এর দুই তরুণ সাংবাদিক বব উডওয়ার্ড এবং কার্ল বার্নস্টাইন (কখনও কখনও ‘Wood Stein’ নামেও তারা যৌথভাবে পরিচিত ) লেখা ‘All the president's Men' নামের বিখ্যাত বইটির শিরোনাম থেকেই নেওয়া হয়েছে বলে অনেকেই ডকুমেন্টারিটিকে নিন্দা করার একটি উসিলা খুঁজে পাচ্ছেন।
কিন্তু আমোদের ব্যাপার, আমাদের এই নিন্দাকারীরা জানেন না যে ঠিক এই একই শিরোনামের আর একটি বই ‘All the Prime Minister's Men' ভারতে প্রকাশিত হয়েছিল ১৯৭৭ সালে, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর উপর, তার ইমার্জেন্সি শাসনের শেষ দিকে। ‘বিকাশ’ (VIKAS) প্রকাশিত বইটি লিখেছিলেন জনার্দন ঠাকুর নামের তখনকার এক মশহুর ভারতীয় সাংবাদিক।
বাংলদেশের উপর আল-জাজিরার ডকুমেন্টারিটার নামকরণ ‘উডস্টাইন’দের লিখিত বই, নাকি জনার্দন ঠাকুরের বইয়ের শিরোনাম থেকে ধার নেওয়া হয়েছে, কেউ কি নিশ্চিতভাবে বলতে পারেন? জনার্দন ঠাকুরের বইটি আমার সংগ্রহে অনেক বছর ছিলো; কিন্তু এখন আর খুঁজে পাচ্ছি না। ফরেন সার্ভিসে চাকরি করার এই এক ‘সেক্রিফাইস’।
দেশে- বিদেশে এতোসব বদলিতে দরকারী এবং প্রিয় জিনিসপত্র প্রায়ই খোয়া যায়। দুঃখের বিষয়, বইটি ‘বিকাশ’এ-ও এখন আর পাওয়া যাচ্ছে না। ইন্দিরা গান্ধীর উপর জনার্দন ঠাকুরের বইটির একটি খুব সুন্দর রিভিউ ...পাওয়া যাবে। (যদি না পাওয়া না যায়,তাহলে Google এ গিয়ে ‘All the Prime Minister's Men, Book on Mrs Indira Gandhi by Jonardon Thakur’ টাইপ করে ক্লিক করলে ‘রিভিউটি পাওয়া যাবে। আমি এমনভাবেই পেয়েছি )। ফেসবুক থেকে