আমি এই পৃথিবীতে একটা নিছুক সংখ্যামাত্র।
কারন আমার জন্মের মাধ্যমে পৃথিবীর কোন পরিবর্তন নাই।
তাই আমার মৃত্যুতেও পৃথিবীর কোন ক্ষতি নাই বা পরিবর্তন আসবে না।
তারপরও আমি বেঁচে আছি পৃথিবীর দয়ায়!
কখনো আমি মিছিলের কেউ সাম্যবাদী বা গণতন্ত্রের জন্য যোদ্ধা ।
কখনও আমি তপ্ত পিছ ঢালা রাজপথে শহীদ নুর হোসেনের কথা বলে -
দেশপ্রেম ও মানবতার কথা বলি।
তবে নিছক একটি সংখ্যা যখন কোটি মানুষেরই প্রতিবিম্ব হয়ে যায়-
তখন তার দিকে ভালো করে তাকালে দেশটাকেও দেখা হয়ে যায়।
তিনিই আমাদের বাংলাদেশ।
ফেসবুক থেকে
মাহবুবুর রহমান: সাধারণ সম্পাদক, ডেনমার্ক আওয়ামী লীগ